প্রাথমিক (PSC) ও ইবতেদায়ী (EBT) উপজেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষার ফলাফল – 2023

প্রাথমিক ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ । ২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর যে সকল ছাত্র ছাত্রীরা সমাপনী পরীক্ষার বৃত্তি পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য সুখবর বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হবে কিছুদিনের মধ্যেই ।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। রেজাল্ট দেখতে শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd ভিজিট করুন ।

প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার বৃত্তির ফলাফল ২০২৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে,প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফজে,১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ২০২২ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লাখ শিক্ষার্থী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কমপক্ষে 80 হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে । এই বৃত্তি দুটি ক্যাটাগরিতে হইয়ে থাকে  ট্যালেন্ট এবং সাধারণ গ্রেডে ।বৃত্তি প্রদান করা হবে টেলেন্টপুল বৃত্তি প্রাপ্তদের  মধ্যে প্রতিমাসে প্রতিমাসে বৃত্তি প্রদান করা হবে ।তার হার হচ্ছে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের।৩০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্তদের ২২৫ টাকা করে প্রতিমাসে বৃত্তি প্রদান করা হবে ।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এখানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৫০%  থাকবে ছাত্র এবং ৫০% ছাত্রী।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখবেন কিভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখতে হলে অনলাইনে www.dpe.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে। এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে থানা উপজেলা ভিত্তিক রেজাল্ট দেখা যাবে ।
প্রাথমিক বৃত্তির মেয়াদ কাল সাধারণ গ্রেডে বৃত্তি উভয় ক্ষেত্রেই বৃত্তির মেয়াদ ৩ বছর ।তবে যে সকল শিক্ষার্থীরা  কেবলমাত্র  পরবর্তীতে পড়াশুনা করতেছে যেমন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তারা এই বৃত্তি পেয়ে থাকবে ।
 প্রতিটি জেলার প্রতিটি জেলার আলাদা আলাদা ভাবে প্রাইমারি বৃত্তি পরীক্ষার রেজাল্ট নিম্নে দেওয়া আছে
 ঢাকা, নারায়ণগঞ্জ , মুন্সিগঞ্জ , রাজবাড়ী , ফরিদপুর ,  মাদারীপুর , শরীয়তপুর , গোপালগঞ্জ , চাঁদপুর ,-কুমিল্লা ,  চট্টগ্রাম , ফেনী , নোয়াখালী , লক্ষ্মীপুর , নেত্রকোনা শেরপুর , কিশোরগঞ্জ , টাঙ্গাইল , নরসিংদী , মানিকগঞ্জ , গাজীপুর , জামালপুর , বাগেরহাট , খুলনা , সাতক্ষীরা , নড়াইল , ঝিনাইদহ , ্মা‌গুরা , চুয়াডাঙ্গা-মেহেরপুর , সিরাজগঞ্জ পাবনা , কুষ্টিয়া , চাঁপাইনবাবগঞ্জ , রাজশাহী্, নাটোর , জয়পুরহাট , বগুড়া , নওগাঁ , খাগড়াছড়ি , রাঙ্গামাটি , বান্দরবান , বরিশাল, পিরোজপুর ,ঝালকাঠি , বরগুনা , পটুয়াখালী , ভোলা , সুনামগঞ্জ , সিলেট , হবিগঞ্জ , মৌলভীবাজার , পঞ্চগড় , ঠাকুরগাঁও , দিনাজপুর , নীলফামারী , রংপুর , লালমনিরহাট , কুড়িগ্রাম , গাইবান্ধা । 
প্রাথমিক সমাপনীর শিক্ষার্থীদের জন্য
DPE<space>Thana/ Upazila Code No.<space>Roll Number<space>Year and Send to 16222
Example: DPE <space> DHA <space> 23456677 <space> 2022
Send 16222