[প্রশ্ন সমাধান PDF] প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান

প্রাইমারি স্কুল বৃত্তি পরীক্ষা ২০২২ঃ এ বছর প্রাইমারি স্কুলের বৃত্তি পরীক্ষা আজ ৩০ শে ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছে মোট চারটি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হয় বাংলা ইংরেজী গণিত ও বিজ্ঞান বিষয়ের উপরে নেওয়া হয়েছিল এই পরীক্ষা যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছ তোমাদের জন্য রইল আগাম শুভেচ্ছা।

প্রাইমারি স্কুল বৃত্তি পরীক্ষা ২০২২ প্রশ্ন সমাধান 

প্রাথমিকে বৃত্তি দেওয়া হয়ে থাকে জেনারেল এবং ট্যালেন্টপুলে বৃত্তি খুব ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হবে তাদের জন্য টেলেন্টপুল বৃত্তি দেওয়া হবে। এবং তোমরা যারা মোটামুটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে তোমাদের জন্য সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে। তবে মন খারাপের কিছু নাই তারা ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবে এবং পরবর্তী পরীক্ষাসমূহের দিকে নজর দিবে পরীক্ষায় অংশগ্রহণ করার পর থেকেই অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের প্রশ্নের সমাধান দেখার আগ্রহ থাকে । যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তাই প্রশ্নের সঠিক সমাধানসমূহ এখান থেকে তোমরা সহজে দেখে নিতে পারো আমরা এখানে প্রশ্নের সঠিক সমাধানসমূহ দিয়ে থাকি আসল প্রশ্নের সঠিক সমাধান দেখে নিন বিষয় ভিত্তিক একটি অংশ নিয়ে গঠিত হয়েছে।

প্রাইমারি স্কুল বৃত্তি পরীক্ষা ২০২২ প্রশ্ন সমাধান দেখুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ প্রশ্ন সমাধান ডাউনলোড

প্রশ্ন নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো আলাদাভাবে আমরা এখানে দিয়েছি। বাংলা ইংরেজী গণিত ও বিজ্ঞানের অংশসমূহ আলাদাভাবে এখানে দেওয়া হয়েছে ।তোমরা চাইলে প্রশ্ন টি ডাউনলোড করে এর সঠিক উত্তরগুলো এখান থেকে মিলিয়ে নিতে পারো । প্রশ্নের সঠিক উত্তর গুলো দেখলেই বুঝতে পারবে তোমরা এ পরীক্ষায় কেমন ভালো করেছো । আশাকরি এখান থেকে মিলিয়ে দেখলেই তোমাদের একটি ধারণা চলে আসবে তোমরা কোন গ্রেডে বৃত্তি পাবে । তাই প্রশ্নের সঠিক সমাধানটি এখান থেকে ডাউনলোড করে নাও এখনই এবং মিলিয়ে নাও তোমার পরীক্ষা কেমন হয়েছে ।

প্রাইমারি স্কুল বৃত্তি পরীক্ষা ২০২২ প্রশ্ন সমাধান ডাউনলোড

বাংলা অংশের প্রশ্নের সমাধান দেখুন

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও

১. ওয়ারী-বটেশ্বরে পাওয়া সভ্যতা প্রাচীনকালে বিশ্বজুড়ে পরিচিত ছিল কী নামে?

ক. সোনাগড়া খ. শালবন বিহার

গ. গৌড় ঘ. বঙ

২. ওয়ারী-বটেশ্বরে খননকাজ শুরু হয় কত সালে?

ক. ১৯৬০ খ. ১৯৮০

গ. ২০০০ ঘ. ২০২২

৩. কত বছর আগে উয়ারী-বটেশ্বর নগরসভ্যতা গড়ে উঠেছিল?

ক. এক হাজার বছর খ. দেড় হাজার বছর

গ. দুই হাজার বছর ঘ. আড়াই হাজার বছর

৪. জগদীশ চন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?

ক. পদার্থবিজ্ঞানের খ. উদ্ভিদবিজ্ঞানের

গ. গণিতের ঘ. চিকিত্সাবিজ্ঞানের

৫. মহানবী (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন কোন পাহাড়ে দাঁড়িয়ে?

ক. জাবালে রহমত খ. তুর পাহাড়ে

গ. হেরা পাহাড়ে ঘ. ওহুদ পাহাড়ে

৬. ক্যাঙ্গারু বললেই মনে পড়ে কোন দেশের কথা?

ক. ভারত খ. বাংলাদেশ

গ. অস্ট্রেলিয়া ঘ. আফ্রিকা

৭. আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়?

ক. সিংহ খ. হাতি

গ. বাঘ ঘ. উট

৮. বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়?

ক. সিলেট ও খুলনার

খ. ভাওয়াল ও মধুপুরের

গ. রাঙামাটি ও বান্দরবানের

ঘ. সুন্দরবন ও রাঙামাটির

সঠিক উত্তরঃ ১.ক ২.গ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.গ ৭.ক ৮.গ

গণিত অংশের প্রশ্নের সমাধান দেখুন

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও

১. এক কুইন্টাল চালের দাম ৫৯০০ টাকা। এক কেজি চালের দাম কত?

ক. ৪৯ টাকা খ. ৫৯ টাকা

গ. ৬০ টাকা ঘ. ৬২ টাকা

২. হিসাব বের করো: ৬০–(৩×২) +১৬ = কত?

ক. ৫০ খ. ৬০

গ. ৭০ ঘ. ৮০

৩. দিবা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধা ঘণ্টায় কত মিটার হাঁটতে পারবে?

ক. ৫০০ মিটার খ. ১০০০ মিটার

গ. ১৫০০ মিটার ঘ. ১৮০০ মিটার

৪. হিসাব করো: (২৪–১৮) ৩+৮ = কত?

ক. ১০ খ. ১৫

গ. ১৬ ঘ. ২০

৫. হিসাব করো: {(১০০২৫) (৮২)} = কত?

ক. ১ খ. ২৫

গ. ৩০ ঘ. ৭৫

৬. একটি পেনসিলের দাম ৮ টাকা। তাহলে ২৪টি পেনসিলের দাম কত?

ক. ১২৫ খ. ১৩২

গ. ১৮৫ ঘ. ১৯২ টাকা

৭. (৬+ক) × ৩ = ৩০ হলে, ‘ক’ এর মান কত?

ক. ৪ খ. ৬

গ. ৮ ঘ. ১০

৮. একটি মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক থাকে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর

১.খ ২.গ ৩.গ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.ক ৮.ক

ইংরেজি অংশের প্রশ্নের সমাধান দেখুন

Put a tick mark (√) beside the correct answer

1. In a language club, one can speak English — friends.

a. with

b. to

c. for

d. by

2. Where do grapes grow? Grapes grow in—

a. an orchard

b. a flower garden

c. a vine

d. a roof

3. We use Mrs with name of —.

a. a married woman

b. an unmarried woman

c. a teacher

d. a person

4. The word ‘healthy’ means —.

a. harmful to health

b. helpful for health

c. congenial to health

d. both ‘b’ and ‘c’.

5. Full form of ‘NGO’ is —.

a. national governing office

b. National Guidance officer

c. Non-Governmental Organization

d. National Garments office.

6. Which word do we use to make our requests polite?

a. hi b. Sorry

c. please d. pardon.

7. ‘Nautical mile’ is a —.

a. place

b. time

c. distance

d. unit

8. We get — from food.

a. medicine b. energy

c. taste d. warmth

9. The word ‘surely’ is a/an —.

a. verb

b. adverb

c. noun

d. pronoun

10. There — many calamities in the world.

a. is b. was

c. are d. have

11. Bithi does not like —.

a. to swim b. swam

c. swimming d. will swim

12. Braille is a —.

a. School b. device

c. script d. machine

13. In Braille each letter is made from—.

a. ink

b. pictures

c. designs

d. dots

Answer: 1.a 2.c 3.a 4.d 5.c 6.c 7.d 8.b 9.b 10.c 11.a 12.c 13.d

প্রাথমিক বিজ্ঞান অংশের প্রশ্নের সমাধান দেখুন

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও

১. উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে?

ক. শব্দ খ. আলো

গ. তাপ ঘ. বিদ্যুৎ

২. খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে?

ক. আলোক শক্তি খ. তাপশক্তি

গ. যান্ত্রিক শক্তি ঘ. রাসায়নিক শক্তি

৩. কোনটি জাঙ্ক ফুড?

ক. পাউরুটি খ. দই

গ. পরোটা ঘ. পটেটো চিপস

৪. জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে?

ক. যকৃৎ অকার্যকর হওয়া

খ. মোটা হয়ে যাওয়া

গ. শ্বাসকষ্ট

ঘ. ক্যানসার

৫. মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে?

ক. কার্বাইড খ. ফরমালিন

গ. ব্যাকটেরিয়া ঘ. লবণ

৬. টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে?

ক. পানি খ. বায়ু

গ. মাটি ঘ. পোকামাকড়

৭. কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক?

ক. কুকুর খ. প্রজাপতি

গ. মশা ঘ. মাছি

৮. বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে?

ক. সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

খ. পড়াশোনার প্রতি অধিক মনোযোগ

গ. শরীরের গঠন পরিবর্তন

ঘ. বেশি বেশি অসুস্থ হওয়া

সঠিক উত্তরঃ ১.খ ২.ঘ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ক ৭.গ ৮.গ