ভিডিওঃ সাফ চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের নিয়ে যত তুলকালাম কান্ড কি পেল এবং কি হারালো।

বাংলাদেশ এর সাফ এশিয়া কাপ যদি বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে বাংলাদেশে ঘটে যাচ্ছে অনেক ঘটনা । খোলা বাস থেকে পডে আহত! কাপের চলা খুলে পডে যাওয়া, সংবাদ সম্মলনে এসে চেয়ার বসতে না পারা। একজন নারী বাবা থেকে জোর করে  পুলিশ জমি দখল, নয়তো বিমান বন্দর লাগেজ থেকে মালামাল উদাও এই সব নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

সাফ জয়ী ফুটবলার লাগেজের তালা ভেঙে টাকা ও কাপড় চুরি

সাফা চ্যাম্পিয়ন ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামুস্নান্নাহারের লাগেজ থেকে ডলার, জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার নেপাল থেকে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের একপাশে সাবিনা ও কৃষ্ণার লাগেজ পড়ে ছিল। গতকাল কয়েকজন কর্মকর্তা বলছিলেন, ‘এগুলো কার লাগেজ? কেউ নিচ্ছে না কেন?’ এরপর মেয়েদের লাগেজ সংগ্রহ করে বাফুফ। কিন্তু কিছু খেলোয়াড় বুফে ভবনে গিয়ে তাদের লাগেজের তালা ভাঙা দেখতে পান

কৃষ্ণা বলেছিল যে তার লাগেজ থেকে $400 চুরি হয়েছে। এবং কিছু নেপালি টাকা ছিলো। শামসুন্নাহারের লাগেজ থেকে টাকা ও কাপড় হারিয়েছে।

সাফ চ্যাম্পিয়ন ফুটবলার ঋতুপর্ণা যেভাবে আহত হলেন।

সাফ চ্যাম্পিয়ন ফুটবলার ঋতুপর্ণা চাকমা ওপেন-টপ বাসে ভ্রমণের সময় মাথায় আঘাত পান। রাস্তার পাশের বিলবোর্ডের কোণায় মাথায় আঘাত পান ঋতুপর্ণা।

ঋতুপর্ণা আহত হওয়ার ভিডিও

তাকে বাস থেকে নামিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। তার মাথায় তিনটি সেলাই পড়েছে। এরপর তাকে সিএমএইচ থেকে বাফে ভবনে আনা হয়।
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকায় ফিরছে। সেখানে তাদের স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফফে) প্রতিনিধি দল।

বসার জায়গা পেলেন না কোচ ও অধিনায়ক, নিন্দার ঝড়

বাংলাদেশে সাফ চ্যাম্পিয়ন জয়ী নারিরা ৫ ঘণ্টার যাত্রা শেষে সাবিনা-কৃষ্ণাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) কাজী সালাউদ্দিন। এরপর বাফুফের সম্মেলন কক্ষে শুরু হয় সংবাদ সম্মেলন। কিন্তু যাদের জন্য সংবাদ সম্মেলন তাদের বসার জায়গা নয়

ক্যাপ্টেন সাবিনা খাতুন চেয়ার ছেড়ে গেলে নারী জাতীয় ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন উপস্থিত হন। এরপর সংবাদ সম্মেলনে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রীর চেয়ার ছাড়তে হয় ছোটনকে। যদি তারা চলে যেতে চায়, তাদের ফিরে দাঁড়াতে বলা হয়। এরপর সংবাদ সম্মেলনে বাকি সময় পেছনে দাঁড়িয়ে থাকতে হয় কোচ ও অধিনায়ককে।

সাফ চ্যাম্পিয়নশিপ দলের ৮ নারী সদস্য পেয়েছেন ৪ লাখ টাকা পুরস্কার

ময়মনসিংহ জেলার ধোবাউড়ার কলসিন্দুর গ্রামের ৮ জন কৃতি খেলোয়াড়ের সাফল্যে গর্বিত এলাকাবাশী এবং জয়ে খুশি দেশের মানুষ। আট খেলোয়াড়ের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলা প্রশাসন তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে পুরস্কার দিয়েছেন।

নেপালকে ৩–১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ

প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা। এখন আনন্দে বাসছে সমগ্র জাতি। তার মধ্যে ঘটে যাচ্ছে অনেক ঘটনা। সাফ কাপ জিতার পর যে কাপ দেওয়া হয়েছে তা ছিলো অনেক নিম্ন মানের এই কারনেই বাংলাদেশে আসতে না আসতে কাপের চলা খুলে গেছে।

সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার ভিডিও