দক্ষিণ কোরিয়া কৃষি ও মৎস্য খাতে কর্মী নিয়োগ। আবেদন করবেন যেভাবে জেনে নিন

দক্ষিণ কোরিয়ায় কৃষিক্ষেত্রে কর্মী নিয়োগ দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন দেশের কৃষি ও মৎস্য খাতে মৌসুমী শ্রমিক হিসেবে ২০০ জন বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে গুগল ডক্সে আগামী ২০ আগস্ট ২০২২ তারিখের মধ্যে আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো ।উক্ত তথ্য প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় সাক্ষাৎকার গ্রহণ করা হবে।  ২০ আগস্ট পর্যন্ত করা যাবে আবেদন।

দক্ষিণ কোরিয়া কৃষি ও মৎস্য খাতে কর্মী নিয়োগ আবেদন

দক্ষিণ কোরিয়ায় মৌসুমী কৃষি কাজের ভিসা প্রক্রিয়া ও মেডিকেল নোটিশ।

দক্ষিণ কোরিয়ায় কৃষিক্ষেত্রে নিয়োগের লক্ষ্যে বাছাই প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। মোট 43 জন উপজাতি কে নির্বাচিত করা হয়েছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে নিম্নোক্ত ডকুমেন্ট নিয়ে তাদেরকে বোয়েসেলের 119 নাম্বার অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে ।দেখে নিন নিচের দেওয়া নোটিশ।

দক্ষিণ কোরিয়ায় মৌসুমীর বিষয় দমনের লক্ষ্যে সিভিল সার্জন কর্তৃক মেডিকেল টেস্ট

দক্ষিণ কোরিয়ার মৌসুমী কৃষি নিবন্ধনকৃত উপজাতিদের তালিকা

তালিকা দেখতে ক্লিক করুণ এখানে

চাকরির শর্তাবলী

১। ভিসার ধরন E-8

২। সুঠাম দেহের অধিকারী ও কঠোর পরিশ্রমই হতে হবে ।

৩।  বয়স ৩০-৪৫ বছর হতে হবে।

৪। চাকমা, মারমা, সাঁওতাল ও অন্যান্য উপজাতি অগ্রাধিকার পাবে ।

৫। জেলা প্রশাসক কর্তৃক উপজাতি সম্প্রদায়ের সনদ দাখিল করতে হবে।

৬। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সনদ দাখিল করতে হবে।

৭। নিয়োগ কর্তার চাহিদা মোতাবেক ওভারটাইমের সুযোগ রয়েছে।

৮। কৃষি ও মৎস্য চাষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

.৯। পুরুষ ও নারী আবেদন করতে পারবে তবে (গর্ভবতী নারী আবেদন করতে পারবেন না)

১০। মাদকাসক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

১১। যার নামে ইতিপূর্বে রাষ্ট্রীয় নির্দেশে কারা অভ্যন্তরীণ কঠোর শাস্তি হয়নি

১২। যার উপর বিদেশযাত্রার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই যে কোন সমস্যা নেই

১৩। পাসপোর্ট এর মেয়াদ ন্যূনতম ১ বছর থাকতে হবে ।

১৪। দক্ষিণ কোরিয়া কর্মস্থলের বিস্তারের মাধ্যমে চাষাবাদ বাধ্যতামূলক

১৫। নিয়োগকর্তার চাহিদা মোতাবেক কর্মকাল সম্পূর্ণ করলে পরবর্তী ধাপে চাকরির অগ্রাধিকার পাবে

আবেদন করবেন যেভাবে জেনে নিন।

দক্ষিণ কোরিয়ায় কৃষি ক্ষেত্রে কর্মী নিয়োগ (সর্বোচ্চ ০৫ মাস) বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুণ

নির্ধারিত গুগল ডকস এ চাহিত তথ্য ইংরেজিতে দাখিল করতে হবে-অনলাইন আবেদন করতে ক্লিক করুণ 

দক্ষিণ কোরিয়ায় কৃষি খাতে যোগ্য কর্মী নির্বাচনের লক্ষ্যে তথ্য সংগ্রহ (সকল তথ্য অবশ্যই ইংরেজিতে দাখিল করতে হবে)

The name and photo associated with your Google account will be recorded when you upload files and submit this form. Your email is not part of your response.
নাম*
বাবার নাম*
মাতার নাম*
জন্ম তারিখ*
জাতীয় পরিচয়পত্র-এর নম্বর*
পাসপোর্ট নম্বর*
পাসপোর্ট মেয়াদ শেষ হওয়ার তারিখ*
পাসপোর্ট-এর স্ক্যান কপি*   Add file (PDF, JPG)
বয়স*
Date
লিঙ্গ*
ধরণ* বাঙালি/সাধারণ/উপজাতিভুক্ত
শিক্ষাগত যোগ্যতা*
জেলা*
ঠিকানা*
অভিজ্ঞতা *
সেল নম্বর (নিজ)*
সেল নম্বর (আত্মীয়-১) *
সেল নম্বর (আত্মীয়-২) *
ইমেইল (যদি থাকে)
আপনার দখিলকৃত সকল তথ্য সঠিক আছে?*
হ্যা/না

EPS মাধ্যমে কোরিয়া কর্মী নিয়োগ দিবে

দক্ষিণ কোরিয়া General CBT মাধ্যমে কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন এ মাসে শুরু হবে। এবার বিশেষ পদ্ধতিতে কোরীয় ভাষা পারদর্শী ৯ হাজার প্রার্থী সুযোগ পাবেন, তাদের পরীক্ষা সেপ্টেম্বর শুরু হবে। আর লটারি পদ্ধতিতে ১৫ হাজার সুযোগ পাবেন, তাদের পরীক্ষা ২০২৩ শুরু হবে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে, প্রস্তুতি সম্পন্নশেষে এ সংক্রান্ত বিজ্ঞাপন এ পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হলো।