[সকল বোর্ড] এসএসসি পরীক্ষার রেজাল্ট-২০২৪ মার্কশিট সহ ফলাফল দেখুন

বাংলাদেশের ১১ টি মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলের সময়সূচি প্রকাশিত হয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার ২০২৪ এর ফলাফল । চলতি বছরে মাধ্যমিক এসএসসি পরীক্ষার সম্মানের পরীক্ষা সারা দেশের গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তর শিক্ষা বোর্ডের সমন্বয়ের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়ে থাকে এসএসসি পরীক্ষার ফলাফল সেই হিসাবে মে ১১ তারিখে এই ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ফলাফল কমিটি । ফলাফল প্রকাশের জন্য ৯,১০ ও ১১ মে সম্ভাব্য তারিখ নির্বাচন করে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়েছে । প্রধানমন্ত্রীর নির্দিষ্ট সময় পাওয়া গেলে তাহলেই ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসি পরীক্ষার রেজাল্ট-২০২৪

ইতিমধ্যে ফলাফলের সকল কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে এখন শুধু অপেক্ষা ফলাফল প্রকাশের। ২০২৪ সালে এসএসসি সমমান ও দাখিল মাদ্রাসা পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে শুরু হয়েছিল এবং তা শেষ হয়েছে ১২ ই মার্চ ২০২৪ তারিখে এছাডাও ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২০ মার্চ ২০২৪ তারিখে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ড থেকে মোট প্রায় ২০ লক্ষ্য ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে বলে জানিয়েছে। শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল আপনারা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে ভিজিট করুন www.educationboard.gov.bd  এই ঠিকানায়।

এসএসসি মার্কশিট সহ ফলাফল দেখুন

এসএসসি রেজাল্ট-২০২৪ ওয়েবসাইট থেকে দেখবেন যেভাবে

এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল দেখার জন্য আপনাকে নিদিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে হবে। তার জন্য অনলাইনের ঠিকানায় প্রবেশ করে সঠিক ভাবে ফলাফল দেখতে পারবেন।

  • এসএসসি পরীক্ষার ফলাফল জানারা জন্য প্রথমেই www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুণ।
  • এবার এখান থেকে কিছু তথ্য দিন এবং ফলাফল যাচাই করুণ।
  • প্রথমেই এসএসসি/দাখিল ও ভোকেশনাল এর জন্য এসএসসি ভোকেশনাল নির্বাচন করুণ।
  • এবার পরীক্ষার সাল প্রদান করুণ অর্থাৎ ২০২৪ সাল নির্বাচন করুণ।
  • আপনার কাছে থাকা প্রবেশ পত্র এসএসসি পরীক্ষার রোল নম্বর দিন।
  • একই ভাবে রেজিশট্রেশন কার্ড থাকা রেজিঃ নম্বর লিখুন।
  • এখানে দেওয়া ২টি সংখ্যা যোগ করে সাবমিট বাটনে ক্লিক করুণ
  • এরপর ফলাফল দেখা যাবে।

এসএসসি রেজাল্ট-২০২৪ ওয়েবসাইট মার্কশিট ডাউনলোড

  • এসএসসি রেজাল্ট মার্ক শিট ডাউনলোড করার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে ফলাফল দেখতে হবে।
  • মার্কশিট দেখার জন্য প্রথমে  eboardsresults.com/v2 ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • এবার এখান থেকে নিদিষ্ট তথ্য দিয়ে আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবেন।
  • কোন বিশয়ে কত মার্ক পেয়েছেন তা এখান থেকে যেনে নোট পারবেন। আসুন রেজাল্ট দেখি এবং ফলাফল মিলিয়ে নেই।

সকল শিক্ষা বোর্ড এর এসএসসি রেজাল্ট-২০২৪

SSC Exam Board wise Result
Dhaka SSC Board Result PDF
Rajshahi SSC Board Result PDF
Comilla SSC Board Result PDF
Jessore SSC Board Result PDF
Chittagong SSC Board Result PDF
Barisal SSC Board Result PDF
Sylhet SSC Board Result PDF
Dinajpur SSC Board Result PDF
Madrasah SSC Board Result PDF