ঢাবি সাত কলেজের ভর্তি পরীক্ষা ২০২২ সময়সূচী পরিবর্তন করা হয়েছে। আসন বিন্যাস, প্রবেশপত্র ডাউনলোড

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ আগেই প্রকাশ করা হয়েছে ইতি মধ্যেই ভর্তি পরীক্ষার জন্য সময়সূচী প্রকাশিত হয়েছে । ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি সার্কুলার নোটিশ ঢাবি ভর্তি ওয়েবসাইট  7college.du.ac.bd তে প্রকাশ করা হয়েছে । অনলাইনে ভর্তি আবেদন করার পূর্বে আবদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার মানবন্টন,আবদেন পদ্ধতিসহ অন্যান্য বিষয় বিস্তারিত জানা প্রয়োজন  তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

ঢাবি ৭ কলেজের ভর্তি পরীক্ষা ২০২২ সময়সূচী পরিবর্তন করা হয়েছে

ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সকাল ১১ টা থেকে দুপুর ১২টার এর পরিবর্তে বিকেল ৩.৩০ মিনিট হতে ৪.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
একই দিনে বুটেক্স এর ভর্তি পরীক্ষা সকাল ৯.৩০ হতে ১১.৩০ পর্যন্ত ! যেহেতু একই দিনে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ তাই সাত কলেজ কর্তৃপক্ষ নিজেদের পরীক্ষাকে বিকেলে নেওয়ার নোটিশ দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি সময়সূচী

২০১৭ সালে ঢাকা শহরের সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় । অধিভূক্তির পর থেকেই এসকল কলেজের ভর্তি প্রক্রিয়া সহ অন্যান্য সকল কার্যক্রম সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয় । প্রতি বছরের মত এই বছর ও ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তাই কবে কোন শাখার ভর্তি পরীক্ষার নেওয় হবে এবং আপনার আসন কোন কলেজে পড়ছে। প্রবেশ পত্র কিভাবে ডাউনলোড করেবেন তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।

  ভর্তি টাইমলাইন
আবেদন শুরু:  ১৫ জুলাই ২০২২

আবেদনের সমাপ্তি: ৩১ জুলাই ২০২২

আবেদন ফি : ৬০০ টাকা

আবেদন ফি জমাদানের শেষ তারিখ : ০১ আগষ্ট ২০২২ ( বিকাল ৪.০০ টা)

প্রবেশপত্র ডাউনলোাড শুরু:  ০৫ আগষ্ট ২০২২

ভর্তি পরীক্ষা শুরু:   আগামী ৮ই আগস্ট ২০২২ বিকেল ৩.৩০মিনিট থেকে ৪.৩০মিনিট 

ভর্তি পরীক্ষা রেজাল্ট:   পরীক্ষার শেষ হবার ৪ সপ্তাহ ভিতরে দিবে।

 আবেদন লিংক : collegeadmission.eis.du.ac.bd

সকল ইউনিটে ভর্তি পরীক্ষার সময়সূচী 

অধিভুক্ত সাত কলেজের স্নাতক ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে , আগামী আগষ্ট মাসে ভর্তি পরীক্ষার তারিখ ধার্য করা হয়েছে ।

ইউনিটতারিখ
বিজ্ঞান১২ আগষ্ট ২০২২ (বিকেল৩.৩০মিনিট থেকে ৪.৩০মিনিট )
বানিজ্য১৯ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা)
কলা ও সামাজিক বিজ্ঞান২৬ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা)

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

পরীক্ষার সময় ১ ঘন্টা
পরীক্ষার পদ্ধতিMCQ
লিখিত পরীক্ষা ১০০ নম্বর
জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি)২০ নম্বর
মাধ্যমবাংলা ও ইংরেজী উভয়ই
পাশ নম্বর৪০ ( আলাদাভাবে পাশ করতে হবে না )
 নেগেটিভ মার্কিংনেই
ভর্তি পরীক্ষার সীট প্লান  ঢাবি সাত কলেজ
  •  যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজ সিট প্লান

আপনি যদি সাত কলেজের ভর্তি পরীক্ষা ২০২২ জন্য সিটপ্লান খুঁজছেন তবে আপনি এই পোস্টে তথ্য পাবেন। ভর্তি পরীক্ষার সিটপ্লান পেতে আপনাকে অবশ্যই DU ৭ কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই প্রবেশপত্রে আপনি আপনার পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার সময়, আসন বিন্যাস সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। তাই সবার আগে উপরের লিঙ্কের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ভালোভাবে নিয়ে নিন।

সাত কলেজের ভর্তি পরীক্ষার সিট প্লান জন্য ভিজিট করুণ এখানে ক্লিক করুণ

২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । পূর্বে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল ।  অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় । কলেজগুলো হল-

১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪. কবি নজরুল কলেজ
৫.  বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজ আবেদন যোগ্যতা

  • ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২১ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা নিচে তুলে ধরা হলো।

ইউনিটের নামআবেদন যোগ্যতা
বিজ্ঞানএসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০
কলা ও মানবিকএসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০
 বাণিজ্যএসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০
 

ঢাবি ৭ কলেজ ৩টি  ইউনিট বিজ্ঞপ্তি ২০২১-২০২২ 

ঢাবি ৭ কলেজ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি 

ঢাবি ৭ কলেজ বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি 

ঢাবি ৭ কলেজ বাণিজ্য ইউনিট বিজ্ঞপ্তি 

ঢাবি ৭ কলেজ ভর্তি আবেদন পদ্ধতি ২০২১-২০২২

আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন প্রাক্রয়াটি নিচে দেওয়া হল:

  • সর্বপ্রথম প্রার্থীকে ঢাবি ৭ কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd তে প্রবেশ করতে হবে । আপনি ভর্তি যোগ্য কি না আগে বিজ্ঞপ্তি দেখে যাচাই করে নিন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন তা হলে পর্বতটি ধাপে যেতে পারেন।
  •  “লগ ই”‘ বাটনে ক্লিক করতে হবে এবং ‘আবেদন / লগ ইন’-এর তথ্যের পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন, পাসের সাল ও বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সাল, বাের্ডের নাম প্রদান করে “অগ্রসর হােন” বাটনে ক্লিক করতে হবে এবং অন্যয় ধাপে জন্য পরবর্তী বাটন-এ ক্লিক করতে হবে।
  •  আবেদনকারী শিক্ষার্থী ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােডের তারিখ জেনে নিতে পারবে ।
  •  প্রবেশপত্রে ভর্তি-পরীক্ষার রােল নম্বর ও সিরিয়াল নম্বর থাকবে। প্রবেশপত্রের নির্দেশাবলিতে উল্লেখিত কাগজপত্র নিয়ে আবদেনকারীকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত জানতে আপনারা আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুণ কারন আমরা প্রতিদিন আপডেট দিয়ে থাকি।