সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বিএসসি ভর্তি ২০২৪ অনলাইন আবেদন, সিট প্লান ও প্রবেশ পত্র ডাউনলোড।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বিএসসি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। ওয়েবসাইট www.sec.ac.bd এই কলেজ টি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয় অধিভুক্ত এই বিশবিদ্যালয় ৩টি বিভাগে ভর্তি করা হবে. মোট ১৮৯ টি সিট্ এর বিপরীতে অনেকেই এখান থেকে ভর্তি ফর্ম তুলে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

সিলেট ইঞ্জিনিয়ারিং ভর্তি আবেদন Apply Now

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি কাযক্রম চলছে। আমাদের এই নিবন্ধন পদে অনলাইনে ভর্তি আবেদন করতে পারবেন। এখানে থেকে প্রবেশ পত্র ডাউনলোড করে পারবেন। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির ফলাফল এখানে পাওয়া যাবে।(শনিবার) 2022 সালে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা 2022-20 অনুষ্ঠিত হবে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি 2022 এর সময়সূচী

  • সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সময়সূচি
  • অনলাইন আবেদনের তারিখ: 07 আগস্ট 2022 থেকে 8 সেপ্টেম্বর 2022
  • প্রবেশপত্র ডাউনলোড: 8 সেপ্টেম্বর 2022
  • ভর্তি পরীক্ষা: 17 সেপ্টেম্বর 2022 সকাল 11:00 টা থেকে 12:30 মি
  • ভর্তি কেন্দ্রঃ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি

আশা করি, আমাদের নির্দেশিকা এখানে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য বিস্তৃত পরিসরে সাহায্য করবে। আমরা আবেদনের নিয়ম, কোথায় আবেদন করতে হবে, ভর্তি পরীক্ষার তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করব। তাই যারা এখানে পড়তে চান তারা এখন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নিন।

 

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ (এসইসি; বাংলা: সিলেট প্রকৌশল মহাবিদ্যালয়) হল একটি পাবলিক স্নাতক (বি.এসসি. ইঞ্জিনিয়ারিং) কলেজ, 2007 সালে প্রতিষ্ঠিত। এটি “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর সাথে অধিভুক্ত। “সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সাধারণভাবে এসইসি নামে পরিচিত বাংলাদেশের একটি পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটি প্রকৌশল অধ্যয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতি বছর, প্রায় 180 জন শিক্ষার্থী প্রকৌশল অধ্যয়নের জন্য তাদের স্নাতক প্রোগ্রামে গৃহীত হয়।

 

 

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ স্নাতক কোর্সের আসন

Serial Name Seats
1 B.Sc. (Engg.) in Computer Science and Engineering (CSE) 63
2 B.Sc. (Engg.) in Electrical & Electronic Engineering (EEE) 63
3 B.Sc. (Engg.) in Civil Engineering (CE) 63

সিলেট ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রক্রিয়া

প্রশ্নপত্রটি উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত হবে এবং পরীক্ষার সময়কাল হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্র সম্পূর্ণ বাংলায় পরিচালিত হবে। কিন্তু কেউ যদি চায় তবে ইংরেজরা তার জন্য করবে। কিন্তু অনলাইনে আবেদন করার সময় তা অবশ্যই উল্লেখ করতে হবে। ভর্তি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য সব ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ, তবে নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

পদার্থবিদ্যা- 30 নম্বর

গণিত – 30 নম্বর

রসায়ন- 20 নম্বর

ইংরেজি – 20 মার্কস

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ মেধা তালিকা যেভাবে করা হবে

মেধা তালিকার মোট নম্বরের 70% আসবে ভর্তি পরীক্ষা থেকে এবং বাকি 30% আসবে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল থেকে। মোট নম্বর 100।
SSC/সমমান পরীক্ষা থেকে প্রাপ্ত GPA কে 2 দ্বারা গুণ করা হবে এবং HSC/সমমান পরীক্ষা থেকে প্রাপ্ত GPA কে 4 দ্বারা গুণ করা হবে।
মেধা তালিকায় অবস্থান সমান হলে এইচএসসি/সমমান পরীক্ষায় যথাক্রমে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি ভিত্তিতে নির্ধারণ করা হবে।
ন্যূনতম ভর্তি পরীক্ষার নম্বর 40% পেতে হবে।