ঢাকার পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022 যাতায়াত,অনলাইন টিকেট, প্রদর্শনী।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেরেবাংলা বাণিজ্য মেলা মাঠ এর পরিবর্তে পূর্বাচল উপশহর এর ৪নং সেক্টর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হয়েছে নতুন বাণিজ্য মেলার স্থান ঢাকা থেকে একটু দূরে পাবলিক বাসের ব্যবস্থা নেই তাছাড়া আসা-যাওয়ার জন্য যে প্রধান সড়ক রয়েছে সেটার কাজ এখনো শেষ হয়নি যার ফলে যাতায়াত করতে মানুষের কিছুটা দুর্ভোগের সম্মুখীন হলেও বাণিজ্য মেলায় জনগণ যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে ।

জানুয়ারির ১তারিখে  ২৬তম বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । বাণিজ্য মেলা উদ্বোধন হওয়ার পর থেকেই বাণিজ্য মেলায় যাওয়ার জন্য মানুষের প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে যার ফলে মেলায় যেতে সাধারণ মানুষকে একটু ভোগান্তি পোহাতে হতে পারে পূর্বাচলে বাণিজ্য মেলায় ৩০০ ফিট রাস্তায় অবস্থিত নতুন বছরের প্রথম দিনে পরিবারের সাথে সুন্দর মুহূর্ত ঘুরে আসেন বাণিজ্য মেলায়। DITF 2022 – DHAKA INTERNATIONAL TRADE FAIR 2022

বাণিজ্য মেলায় কিভাবে যাবেন তার বর্ণনা নিচে দেওয়া হল

মানুষের শহর ঢাকা ছোট্ট শহরে কম করে হলেও প্রায় আড়াই কোটি মানুষ বর্তমানে বসবাস করছে পৃথিবীর অন্যতম এই ঘনবসতিপূর্ণ শহর হিসেবে ঢাকার রয়েছে ব্যাপক নামডাক কি নিয়ে ঢাকায় সরকারি অফিস-আদালত, কলকারখানা, বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কোম্পানির হেড অফিস সহ সকল কিছুর অবস্থান এই ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে বিমান,ট্রেন, লঞ্চ, গাড়ি সবকিছুই আছে এই ঢাকা শহরে যার ফলে মানুষের ঢাকাকেন্দ্রিক হওয়া ছাড়া উপায় নেই সকলেই ঢাকায় আসার ফলে এই সকল সমস্যার অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্ননিত হয়েছে। আপনি বানিজ্জমেলায় যেতে হলে আপনি আগে ভাবুন কোন দিক দিয়ে যাওয়া যায়। বাণিজ্য মেলায় জাওয় ৩ টি রাস্তা আছে।

বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD

এক। ঢাকা কুডিল ফ্লাই ওভার থেকে সিওএনজি, বাস, প্রাইবেট কার ছাডে। ভাডা পরবে ৬০-১২০টাকা প্রতিজন

দুই।নারায়াগঞ্জ গাউচিয়া ফ্লাই ওভার এর নিচ থেকে থেকে সিওএনজি, বাস, প্রাইবেট কার ছাডে। ভাডা পরবে ৫০-১০০টাকা প্রতিজন।

তিন। আপনি গাজিপুরের মিরের মাজার  থেকে সিওএনজি, প্রাইবেটকার এ যেতে পারেন। ভাডা পরবে ৪০-৭০টাকা প্রতিজন তবে এই রাস্তা টি তে যানজট বেশি থেকে।

বানিজ্য মেলা ২০২২

বাণিজ্য মেলা ২০২২ স্থানানন্তরঃ

তাইতো ঢাকার নিকটবর্তী প্রজেক্ট হিসেবে নতুন উপশহর গড়ে তোলা হচ্ছে যাতে করে ঢাকার শহরে কিছুটা হলেও চাপ কমানো যায় এবং এই উপশহরে বর্তমান ঢাকা বাণিজ্য মেলা স্থায়ীভাবে হচ্ছে এবং এই উপশহর এর কাজ যদিও এখনো সম্পন্ন হয়নি তারপরও বাণিজ্য মেলা এ বছর থেকে এখানে শুরু হচ্ছে এখানে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও সবাই আনন্দের সাথে এই বাণিজ্য মেলায় যাচ্ছে। বর্তমানে ঢাকা বাণিজ্য মেলা ঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারেDhaka International Trade Fair

২০২২ সাল থেকে এই বাণিজ্য মেলা শুরু হয়েছে। আসুন আমরা দেখে নেই কিভাবে বাণিজ্য মেলায় যাওয়া যায় এবং কিভাবে অনলাইনে টিকিট কিভাবে কাটা যায়, যাওয়ার আগে কিনা কাটা কিভাবে করা যায় এবং কি কি আপনি পেতে পারেন তার বিস্তারিত একটি ধারণা আমরা এখানে দিয়ে দিবো।

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে, উদ্বোধন ১৭ মার্চ - Desh Bangla BD 24

বাণিজ্য মেলা ২০২২ অবস্থানঃ

ঢাকার পূর্বাচলে অবস্থিত ২৬তম বাণিজ্য মেলা ২০২২ পহেলা জানুয়ারি হতে রাজধানীর পূর্বাচলে Bangladesh-china ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার আয়োজন করা হয়েছে এটি পূর্বাচল উপশহর নম্বর সেক্টরে ২০১৭ সালে ৩২ একর জায়গার মধ্যে একটি এক্সিবিশন সেন্টার তৈরীর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সরকার এবং এতে অর্থায়ন করেছে সিন বাংলাদেশ এক্সিবিশন সেন্টার নামে পরিচিত ।

২০২১ সালের ৭ ই ফেব্রুয়ারি এক্সিবিশন সেন্টার নির্মাণ কাজ শেষ হয় এবং করোনার কারণে পরবর্তীতে তার উদ্বোধন করা সম্ভব হয়নি এই এক্সিবিশন সেন্টার নির্মাণে মোট ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকার মধ্যে চীনের অনুদান আছে ৫২১ বাংলাদেশ সরকারের ২৩১ নিজস্ব তহবিল থেকে ব্যবস্থা করা হয়েছে ২১ কোটি টাকা বর্তমানে এটা নির্মাণকাজ সম্পন্ন হয় বাণিজ্যমেলা হিসেবে বর্তমানে হস্তান্তর করা হয়েছে বাণিজ্য মেলার

অথরিটি কাছে

বানিজ্য মেলা ২০২২

বাণিজ্য মেলা প্রবেশ ফি কত?

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২ প্রবেশ ফি  নির্ধারণ করা হয়েছে শিশুদের জন্য ২০ টাকা এবং বডদের জন্য ৪০টাকা, ছোট বলতে ১২ বছরের নিচে । আপনি অনলাইনে ও এই টিকেট কিনতে চাইলে নিচের দেওয়া লিঙ্ক এ কিল্ক করুণ।

BUY TICKET ONLINE

বাণিজ্য মেলা প্রবেশ ম্যাপ?

BUY TICKET

Event Details

Start date: January 01, 2022

End date: January 31, 2022

Start time: 10:00 a.m. UTC+06

End time: 10:00 p.m. UTC+06

Venue: Bangabandhu Bangladesh China Friendship Exhibition Center

Coordinates: 23.843797327153272, 90.5350902920676

Directions: Beside 300 Feet Kanchan Bridge

বাণিজ্য মেলা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে?

বন্ধের দিন সকাল ১০ টা থেকে  ১০ টা থেকে অন্যান্য দিন রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে এছাড়াও আপনি অনলাইন থেকে অগ্রিম টিকিট কেটে যেতে পারেন এতে করে আপনার সময় এবং লাইনে দাঁড়ানো থেকে রক্ষা পেলেন বিভিন্ন অনলাইন মাধ্যম আছে আপনারা দেখতে পারেন

পূর্বাচল বাণিজ্য মেলা ২০২২ এ কি কি রয়েছে?

নতুন এই বাণিজ্য মেলায় রয়েছে প্রায় ৩৩ হাজার বর্গমিটার ২৪৩৭০ বর্গমিটার ১৮ বর্গমিটার হলে মোট আয়তন ৯ দশমিক ৬৭ বর্গমিটার এছাড়াও বাইরে থেকে ৬একর খোলা জায়গা রয়েছে যেখানে অস্থায়ী স্টলের এর ব্যবস্থা করা হয়েছে এছাড়াও রয়েছে ৬৭৩ আসন বিশিষ্ট একটি multi-functional আসন বিশিষ্ট একটি কনফারেন্স, শিশুদের খেলা, নামাজের জায়গা , মেডিকেল , ১৩৯ ইন পাবলিক অ্যান্ড্রয়েড সিস্টেম সিস্টেম ইত্যাদি গাড়ি পার্কিংয়ের সুবিধার পরিমাণ ৭৩২৪ বর্গমিটার যেখানে একটি গাড়ি রাখা যাবে এছাড়াও বাহিতে গাডি রাখর ব্যবস্থা আছে।