অনলাইনে ভর্তির জন্য আবেদন কিভাবে করবেন
- A ইউনিট /ক ইউনিটের ভর্তির আবেদনের জন্য https:// admission.eis.du.ac.bd – এই ওয়েব সাইট থেকে আবেদন করা যাবে।
- উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার্ পিতা ও মাতার নাম , বিভিন্ন তথ্যাদি, বর্তমান ঠিকানা ও মোবাইল নাম্বার, পিতা-মাতা জাতীয় পরিচয়পত্র নাম্বার (ঐচ্ছিক)
- শিক্ষার্থীরা যে বিভাগীয় শহরে পরীক্ষা দিতে আগ্রহী এবং কোটা তা পূরণ করবেন।
- স্ক্যান করা একটি ছবি আবেদন করার সময় লাগবে ।
- ভর্তির আবেদন ফি অনলাইনে বা রাষ্ট্রীয় চারটি ব্যাংক (সোনালী ,জনতা ্অগ্রণী ও রূপালী ) নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে ।
- আবেদন আবেদন ভুলত্রুটি হলে আবেদন ফি অফেরৎযোগ্য তাই আবেদন করার পর আবেদনের কপিটি বারবার যাচাই করে ভুল-ত্রুটি যাচাই করে আবেদন ফি জমা দেওয়ায় ভালো।
আবেদন ফি জমা দেওয়ার আরও তথ্য ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে ।
A level এবং O level বা সমমান বিদেশি শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবেন
এ লেভেল ও লেভেল সমান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীদের সত্যতা যাচাইয়ের জন্য নিরূপণের জন্য https:// admission.eis.du.ac.bd – এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ইকুভ্যালেন্স অ্যাপ্লিকেশন আবেদন করে । তাৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে নিরপেক্ষ ব্যালেন্স আইডি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদনের ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
A level এবং O level বা সমমান বিদেশি এর ক্ষেত্রে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত O level পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ১০ মে ২০২২ সালের পরে রেজাল্ট প্রকাশিত A level পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন । তাদের O level এবং A level মোট ৭টি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৪টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে ।
বিদেশি সার্টিফিকেট অথবা ডিপ্লোমাধারীরা অনুমতি সাপেক্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তবে ‘ক’ ইউনিট বা A ইউনিট বা বিজ্ঞান ইউনিট অনুষদ কর্তৃক আবেদনের জন্য অনুমতি পেলে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ।এছাড়া সকল প্রার্থীকে ‘ক’ ইউনিট বা A ইউনিট বা বিজ্ঞান ইউনিট কর্তৃক নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।