eps.boesl.org.bd বোয়েসেল BKash টাকা প্রদান করার নতুন নিয়ম জেনে নিন

দক্ষিণ কোরিয়া জনশক্তি রপ্তানি বোয়েসেল মাধ্যমে ভাষা পরীক্ষার জন্য নিবন্ধন ২০হাজার জন নেওয়া হয়েছে। এবছর পরীক্ষায় দুই ধাপে অনুষ্ঠিত হবে। আজ ২২ ফ্রেব্রুয়ারি ২০২৩ তারিখে এই নিবন্ধন হয়েছে। তবে বিকাশের ফি দেওয়ার জন্য আগামীকাল ২৩ ফ্রেব্রুয়ারি ২০২৩ তারিখে নেওয়া হবে। যাহারা রেজিষ্টেশন করেছেন। আগামীকাল ২৩ ফ্রেব্রুয়ারি সকাল ১০টায় প্রস্তুত থাকুন।

BOESL নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশ

নির্ধারিত প্রার্থী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। বিকাশ কর্তৃপক্ষ পেমেন্ট গেটওয়ের সার্ভার আগামীকাল সকাল চালু করবে। বিষয়টি এ পেইজে নোটিশের মাধ্যমে অবহিত করা হবে। ১ম পর্যায় ক্রমিক নম্বর বিশ হাজার পর্যন্ত প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হলো।

কোরীয় ভাষা পারদর্শীদের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধনঃ ২২ ফ্রেব্রুয়ারি ২০২৩

প্রথমত যারা ভাষা ইতিমধ্যে পারদর্শী আছেন তারা সরাসরি নিবন্ধন করতে পারবেন এবং নিবন্ধন করে ওখান থেকে কোন ধরণের লটারি ছাড়াই পরীক্ষা দিতে পারবেন এবং আগামীকাল সকালে বিকাশ এর মাধ্যমে ফি প্রধান এর জন্য প্রস্তুতি নিন।  আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যাহারা ভাষা পরীক্ষা জানেন তাহারা নিবন্ধন করতে পারবেন।

সকাল ৮টা থেকে দুপুর ১২ টা  https://eps.boesl.gov.bd/

Application submission
আবেদনের সময় শুরু হয়ে গিয়েছে
আবেদন করুণ এখানে

কোরীয় ভাষা পরীক্ষা (ইউবিটি) তে অংশগ্রহণ লক্ষ্যে বাসা পারদর্শীদের রেজিস্ট্রেশন ২২ ফ্রেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিবন্ধন সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ে ১১ হাজার জন প্রার্থীকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে সাইট বন্ধ হয়ে যাবে এবং এই নিবন্ধনের থেকে ৯ হাজার জন প্রার্থী কে নিবন্ধনের লক্ষ্যে দুপুর ১২ ঘটিকার মধ্যে।

এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি ৩১০০ টাকা অনলাইন ফ্রী ৫০০ টাকা মোট ৩৬০০ টাকা সাথে বিকাশ কমিশন ৪১.৪০ টাকা যাহা বিকাশ এপস এর মাধ্যমে প্রদান সম্পন্ন করে প্রবেশ পত্র গ্রহণ করতে হবে. শুধুমাত্র প্রথম ৯০০০ জন নিবন্ধনের চূড়ান্ত বলে গণ্য হবে. আগামী সেপ্টেম্বর মাসে ভাষা পরীক্ষা নেওয়া হবে।

বিকাশ টাকা দিবেন যেভাবে জেনে নিন

কোরীয় ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে প্রাথমিক নিবন্ধনের জন্য বিকাশ অ্যাপস এর মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করার পদ্ধতি এক্ষেত্রে প্রাথমিক নিবন্ধন সম্পূর্ণ হবার পর ৫ থেকে ১০ মিনিট পরে নিম্নবর্ণিত পদ্ধতিতে ফি প্রদান করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

বোয়েসেল পেমেন্ট বিকাশ কিভাবে করবেন। অ্যাপ দিয়ে যেভাবে পেমেন্ট বিকাশ করবেন

১. বিকাশ অ্যাপ থেকে আরও দেখুন করে এডুকেশন সিলেক্ট করুন।
২. ট্রেনিং করে বোয়েসেল সিলেক্ট করুন।
৩. আপনার সঠিক সাবমিশন আইডি দিন এবং পরবর্তী ধাপে যান চাই.
৪. আপনার পেমেন্ট এর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান
৫. আপনার বিকাশ একাউন্ট এর পিন নাম্বার দিন সম্পূর্ণ করতে স্কিনের নিচের অংশ করে ধরে রাখুন
৬. পেমেন্ট দেওয়া সম্পন্ন হলে কনফার্মেশন পাবেন।
৭. আর দেখে নিতে পারেন প্রেমেন্ট ডিজিটাল রিসিপ্ট

পেমেন্টের জন্য ১.১৫% ফ্রি প্রযোজ্য 

কোরীয় ভাষা অপারদর্শীদের প্রাথমিক নিবন্ধনঃ ২৯ আগস্ট ২০২২ শুরু

যাহারা ভাষা জানেন না তাহারা ২৯ আগস্ট ২০২২ থেকে নিবন্ধন করতে পারবেন এবং পরে লটারির মাধ্যমে বাছাই করা হবে. তারপরে তারা পরীক্ষার সুযোগ পাবে।
কোরিয়া নিবন্ধন আগামী ২৯ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২২ তারিখ পযন্ত চলবে। যেভাবে নিবন্ধন করবেন জেনে নিন।

অনলাইন নিবন্ধন জন্য ক্লিক করুন

কোরীয় ভাষা প্রাথমিক নিবন্ধনঃ ছবি সাইজ

Urgent Notice regarding Registration-2022 for EPS Candidates

দক্ষিণ কোরিয়াতে চাকরির লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সংক্রান্ত নোটিশঃ
১। কোরীয় ভাষা পারদর্শীদের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন শুরু হবে ২২ ফ্রেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ (এক দিন)
২। কোরীয় ভাষা অপারদর্শীদের প্রাথমিক নিবন্ধন শুরু হবে ২৯-৩১ আগস্ট ২০২২ খ্রি. তারিখ (তিন দিন)