আজ প্রকাশ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তির ১ম মেধাতালিকা আজ সোমবার (২০ জুন) বিকাল ৪টায় ১ম নির্বাচিতদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া মুঠোফোনে এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে। www.nu.ac.bd/admissions. ওয়েব সাইট থেকে ফলাফল দেখতে পারেন এছাডা ও allnewresult.com থেকে আপনি সরাসরি ফলফল জানতে পারবেন।
২য় মেধা তালিকা ও মাইগ্রেশান ফলাফল প্রকাশ
অনার্স ১ম বর্ষ(২০২৩-২০২৪) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ২য় মেধা তালিকা এবং ১ম মেধা তালিকার বিষয় পরিবর্তন ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
◾ অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ
???? উক্ত ওয়েবসাইট(https://app8.nu.edu.bd/nu-web/applicantLogin)-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।
উক্ত ফলাফল জানতে SMS করতে পারবেনঃ
(nu<space>athn<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)
অনার্স ভর্তির ফলাফল কিভাবে জানবেন?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ভর্তির প্রথম মেধা তালিকা www.nu.ac.bd কর্তৃপক্ষ কর্তৃক ঘোষণা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-2024 ভর্তির ফলাফল আজ বিকাল 4:00 টায় প্রকাশিত হয়েছে। এই পোস্টটি আপনাকে 2024 সালের NU ভর্তির ফলাফল দেখাতে যাচ্ছে। আজ 20 জুন 2024 বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। সুতরাং আপনি যদি এই ফলাফলটি সন্ধান করছেন তবে আপনার ভর্তির রোল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিতে লগ ইন করুন। বিকেল ৪ঃ০০ টা থেকে SMS এর মাধ্যমে ফলাফল দেখা যাচ্ছে.
এসএমএসের SMS এর মাধ্যমে NU অনার্স ১ম বর্ষ ভর্তি রেজাল্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি ফলাফল 2024 মোবাইল এসএমএসের SMS মাধ্যমে জানা যাবে। NU অনার্স ১ম বর্ষের ভর্তি ফলাফল 2024 যে কোন অপারেটরের প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS পাঠিয়ে জানা যাবে।
NU ১ম বর্ষ ভর্তি ফলাফল 2024 ডাউনলোড PDF
প্রথম বার্তা
ধাপঃ ১ মেসেজ অপশনে যান প্রদত্ত নির্দেশের অধীনে বার্তা লিখুন।
ধাপঃ ২ NU<SPACE>ATHN<SPACE>রোল নম্বর এবং 16222 এ পাঠান।
উদাহরণ: NU ATHN 123456 এবং 16222 নম্বরে পাঠান
সকল শিক্ষার্থী টেলিটক, রবি, বাংলালিক, এয়ারটেল, গ্রামীণ ফোন সিমের মাধ্যমে অনার্স রেজাল্ট দেখতে চান তারা ওপরের ধাপগুলো দেখুন। NU ফলাফল এসএমএস উপায় চেক এবং অনলাইন পদ্ধতি দেখানো হয়েছে।
ভর্তির ওয়েবসাইট app1.nu.edu.bd ভিজিট করুন।
অনার্স অপশন থেকে রোল নম্বর এবং পিন দিয়ে লগইন করুন।
ভর্তির ফলাফল দেখুন এবং চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ (সম্মান) ভর্তির ফলাফল অনার্স ১ম মেধা তালিকা ফলাফল 2024। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১- 2024 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির মেধাতালিকা রেজাল্ট সম্বন্ধে জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনি অনার্স ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল জানার নিয়ম সহ ফলাফল পরবর্তী করণীয় সম্বন্ধে জানতে পারবেন। এছাড়াও ফলাফল প্রকাশের আপডেটের সাথে সাথে জানিয়ে দেওয়া হবে আপনারা এখান থেকে ১ম মেধা তালিকার পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সরাসরি ফলাফল দেখতে ভিজিট করুন।
NU ১ম বর্ষে ভর্তি ফলফল দেখতে ক্লিক করুণ
বিবরন | সময় |
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তির ১ম মেধাতালিকা | 20 জুন 2024 সোমবার বিকেল ৪টা |
১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম সংগ্রহ ও এর প্রিন্ট/ পিডিএফ কপি সংগ্রহ তারিখ | 20 জুন 2024 থেকে 28 জুন 2024 পর্যন্ত। |
১ম মেধা তালিকা স্থান থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার তারিখ | 21 জুন 2024 থেকে 29 জুন 2020 পর্যন্ত। |
কলেজ ক্রতিক ১ম মেধা তালিকায় স্থান শিক্ষাথীদের চুডান্ত ভর্তি নিচয়তার তারিখ | 21 জুন 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত |
NU ১ম বর্ষে ভর্তি গত বছরে যারা ভর্তি হয়েছেন
www.nu.ac.bd এছাড়াও দেখে নিন ফলাফল বিতরণ এর চাট উল্লেখ্য যে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থী শিক্ষাবর্ষের ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই জুন 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে 2024 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ সম্মান শ্রেণীর অনলাইন ক্লাস 3 জুলাই 2024 তারিখ থেকে শুরু হবে আসুন দেখে নেই ভর্তির কার্যক্রম
ভর্তির রুল ও পিন পুনরুদ্ধার করার নিয়ম
আবেদন করার পরবর্তী রুল ও পিন হারিয়ে গেলে চিন্তার কোন কারণ নেই। আপনি খুব দ্রুত সহজে ভর্তির রুল ও পিন পুনরুদ্ধার করতে পারবেন। সেজন্য আপনাকে এই লিঙ্কে ক্লিক করে প্রবেশ করতে হবে । তারপর আবেদনকারীর এইসএসসির রোল বোর্ড ও পাসের শন জন্মতারিখ এবং অনার্স সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলে আপনার নতুন রুল ও পিন নম্বর চলে আসবে।