গতকাল যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।
এর আগে এই বছর স্পেনের ভিত্তিক বিশ্ব শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স webometrics ranking র্যাংকিং–২০২৫ সালের জরিপ প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে, এই জরিপ বাংলাদেশের সেরা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর পরের অবস্থানেই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এর আগে ২০২৪ সালে এ তালিকায় শীর্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ব সেরা হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বের। আসুন দেখে নেই সেরা ১০ টি বিশ্ববিদ্যালয় এর তালিকা এছাডা ও জেনে নেই কিভাবে করা হয় এই তালিকা।
বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান
বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বুয়েটের অবস্থান প্রথমে আছে ১৫৮৯ তম নিয়ে। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬৬৮তম এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বে ১৮১৫তম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ২০৫৬তম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বে ২০৭৬তম।
নিচে দেখে নিন তালিকা Download
বিশ্ব র্যাঙ্কিংয়ে তালিকা সেরা ১০টি বিশ্ববিদ্যালয়
বিশ্ব র্যাঙ্কিংয়ে এ বছরের বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯টিই যুক্তরাষ্ট্রের। এগুলো হলো-হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি), ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে। পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
নিচে দেখে নিন তালিকা Download
ranking | University | Country | Impact Rank* | Openness Rank* | Excellence Rank* |
---|---|---|---|---|---|
Harvard University | USA | ||||
Stanford University | USA | ||||
Massachusetts Institute of Technology | USA | ||||
University of California Berkeley | USA | ||||
University of Oxford | UK | ||||
University of Michigan | USA | ||||
University of Washington | USA | ||||
Cornell University | USA | ||||
Columbia University New York | USA | ||||
Johns Hopkins University | USA |
দক্ষিন এশিয়া র্যাঙ্কিংয়ে তালিকা সেরা ১০টি বিশ্ববিদ্যালয়
বিশ্ব র্যাঙ্কিংয়ে এ বছরের দক্ষিণ এশিয়ার সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০টিই ভারতে। র্যাঙ্কিংয়ে এশিয়া তথা ভারতের সেরা বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বের অবস্থান বিশ্বে ৫০৬তম, পকিস্তানের সেরা কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদের অবস্থান বিশ্বে ৯১৩তম, শ্রীলঙ্কার সেরা কলম্বো বিশ্ববিদ্যালয় বিশ্বের ১৬৩৪তম অবস্থানে আছে।
নিচে দেখে নিন তালিকা Download
ranking | World Rank | University | Country | Impact Rank* | Openness Rank* | Excellence Rank* |
---|---|---|---|---|---|---|
Indian Institute of Technology Bombay | India | |||||
Indian Institute of Technology IIT Madras | India | |||||
Indian Institute of Science Bangalore | India | |||||
Indian Institute of Technology IIT Kharagpur | India | |||||
Indian Institute of Technology Delhi | India | |||||
Indian Institute of Technology IIT Kanpur | India | |||||
University of Delhi | India | |||||
Tata Institute of Fundamental Research | India | |||||
VIT University Vellore | India | |||||
Indian Institute of Technology IIT Hyderabad | India |
যেভাবে করা হয় রেঙ্কিং তালিকা ওয়েবমেট্রিক্স
আমরা সবাই মিলে চলুন একটু জেনে নেই, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা আসলে কীভবে করা হয়।আপনারা নিশ্চয়ই সবাই কম বেশি কিউএস ওয়াল্ড ইউনিভার্সিটি ক্রমতালিকার কথা জানেন। এই তালিকা সারা পৃথিবীজুড়ে অধিক জনপ্রিয় বলে একে দিয়েই শুরু করা যেতে পারে। কিউএস ওয়াল্ড ইউনিভার্সিটি ক্রমতালিকা করা হয় ছয়টি বিশেষ মানদণ্ডের উপর ভিত্তি করে।
যা হল-
১। Academic Reputation
২। Employer Reputation
৩। Faculty/Student Ratio
৪। Citations per faculty
৫। International Faculty Ratio
৬। International Student Ratio
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, প্রকাশনা, গবেষকদের সুপারিশ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবছর ওয়েবমেট্রিক্স তাদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করে থাকে।