উত্তরা ব্যাংক [সহকারী অফিসার] চাকরির লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান 2022

সহকারী অফিসার পদে নিয়োগের লক্ষে দেখে নিন লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। উত্তরা ব্যাংকের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ডাউনলোড আজ ১২ ই আগস্ট 2022 তারিখে উত্তরা ব্যাংকের সরকারি অফিসার পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে MCQ পরীক্ষা থেকে বাছাইকৃত প্রার্থীরাই আজকের পরীক্ষা অংশগ্রহণ করবেন।

Uttara Bank Jobs Exam Question Solution 2022

পরীক্ষা শেষে অনেকেই লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান খুঁজে থাকেন। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং পথ খুঁজছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি সবার আগে এই সমাধান। আপনারা এখান থেকে প্রশ্নের সমাধান দেখে নিন। নিচিন্ত হয়ে যেতে পারেন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন কিনা ?

লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান নিচে দেওয়া হয়েছে:

লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান থেকে আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলাদা আলাদা ভাবে দেখে নিতে পারেন। আসুন আজকের লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান যেভাবে মিলিয়ে দেখবেন, তা জেনে নেই এবং এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারি যা পরবর্তীতে আপনি দেখে নিতে পারেন। লিখিত পরীক্ষার পরে নেওয়া হবে ভাইবা টেস্ট।

1. Assistant Officer (cash) Written Question Solution

2. Assistant Officer (General) Written Question Solution

উত্তরা ব্যাংক লিমিটেড চাকরির লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান 2022

উত্তরা ব্যাংক লিমিটেড 02 (দুই) পদের জন্য প্রার্থীদের MCQ পরীক্ষার মধ্যে সংক্ষিপ্ত তালিকা রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

১. সহকারী অফিসার (জেনারেল)
২. সহকারী অফিসারের (কেশ)

উত্তরা ব্যাংক লিমিটেড সহকারী অফিসার পদের লিখিত পরীক্ষায তারিখ ঘোষণা করা হয়েছে আগেই। সহকারী অফিসার (জেনারেল) এবং সহকারী অফিসারের (কেশ) যথাক্রমে আজ12 আগস্ট ২০২২ তারিখে লিখিত অনুষ্ঠিত হচ্ছে ।

MCQ পরীক্ষায় উত্তিন্ন প্রার্থীরা ইতিমধ্যেই তাদের ট্র্যাকিং নম্বর ব্যবহার করে ব্যাংক এর ওয়েবসাইট থেকে লিখিত পরীক্ষার জন্য তাদের নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করেছেন এবং সিট্ প্ল্যান ও দেখেছেন।

উত্তরা ব্যাংকের জন্য শিক্ষাগত যোগ্যতা

01. সহকারী কর্মকর্তা (সাধারণ)

(ক) যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক স্নাতক (সম্মান) ডিগ্রি।

(b) প্রার্থীদের SSC এবং HSC বা সমমানের পরীক্ষায় 5.00 পয়েন্ট স্কেলে কমপক্ষে 4.00 GPAICGPA থাকতে হবে এবং GPA থাকতে হবে। স্নাতক স্নাতক (অনার্স) পরীক্ষায় 4.00 পয়েন্ট স্কেলে কমপক্ষে 3.00 বা 5.00 পয়েন্ট স্কেলে কমপক্ষে 3.75 সিজিপিএ।

02. সহকারী অফিসার (Cash)

(ক) যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক স্নাতক (সম্মান) ডিগ্রি।

(খ) প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় 5.00 পয়েন্ট স্কেলে কমপক্ষে 3.00 জিপিএআইসিজিপিএ এবং 4.00 পয়েন্ট স্কেলে কমপক্ষে 2.00 জিপিএ/সিজিপিএ বা স্নাতক (অনার্স) 5.00 পয়েন্ট স্কেলে কমপক্ষে 2.50 থাকতে হবে। পরীক্ষা

বয়স সীমা : 30 জুন, 2022 তারিখে 30 বছরের বেশি নয়।