ওয়ারিশ (উত্তরাধিকার) সনদের জন্য ২০২৩
নতুন জন্ম নিবন্ধন অনলাইন | Jonmo Nibondhon | Birth Certificate Online 2022
আমাদের বর্তমান জাতীয় পরিচয় পত্র বা অন্যান্য সার্টিফিকেট ব্যবস্থা কিছু দিন আগেও চালু ছিল না তাই এই সনদের প্রয়োজন পরে আবার অন্য দিকে বর্তমান ব্যবস্থায় অনেক ভুল ভ্রান্তি থাকে বা আপডেট থাকে না কিংবা কিছু কিছু স্থানে বাস্তব চিত্র হয়তো সার্টিফিকেট বা সরকারি তথ্যের সাথে অমিল থাকতে পারে তাই এই বিষয় গুলো পরিষ্কার করতে ওয়ারিশ সনদ উল্লেখযোগ্য ভূমিকা রাখে। মোদ্দাকথা ওয়ারিশ সম্পর্কিত যে কোন ঝামেলা এড়াতে এই সনদ প্রদান করা হয়। যে যে কাজে এই সনদ দরকার পড়েঃ জমি-জমা বা সম্পত্তি বাটোয়ারায় জমি খারিজ/নামজারি করতে আইনগত অধিকার আদায়ে ঘোষণমূলক মোকদ্দমায় ব্যাংক- বীমায় মৃত ব্যক্তির অর্থ থাকলে পেনশন তুলতে । – ইত্যাদি। ওয়ারিশ সনদ সাধারণত স্থানীয় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত প্রত্যয়ন পত্র । যা একজন মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকার/ওয়ারিশদের স্বীকৃতি দেয় । আবার ওয়ারিশ সনদ দেওয়ানী আদালতের মাধ্যমেও পাওয়া যায়। সাধারণত অর্থ ও অস্থাবর সম্পত্তির দেনা – পাওনা, ব্যাংক-বিমা ইত্যাদির সুষ্ঠ হিসাব পাওয়া জন্য ও যাতে করে ভবিষ্যতে কোন ধরনের ঝামেলা না হয় সে জন্য দেওয়ানী আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ নেওয়া হয়।
উত্তরাধিকার সনদ এর প্রয়োজনীয় তথ্যাদি
আপনি উত্তরাধিকার সনদটি বাংলা এবং ইংরেজি এই দুই ভাষায় ঘরে বসে অনলাইন আবেদনের মাধ্যমে পেতে পারেন। আপনি নিজে গিয়ে অথবা আপনার বর্তমান ঠিকানায় এই সেবাটি স্বল্প মূল্যে পেতে পারেন।
এই সেবাটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই ওয়েব এপ্লিকেশন এ রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার প্রয়োজনীয় তথ্যাদি যেমন – আপনার নাম, মোবাইল ফোন নম্বর, আপনার গোপন পাসওয়ার্ড দিতে হবে। অনলাইনে আবেদন জন্য নিচের লিঙ্কে ক্লিক করুণ
উত্তরাধিকার সনদ গ্রহণের জন্য প্রয়োজনীয় সংযুক্তি সমূহ:
- আপনার ছবি
- আপনার ভোটার আইডি
- আপনার পিতা মাতার নাম
- আপনার বর্তমান ঠিকানা
- আপনার স্থায়ী ঠিকানা
- মৃত ব্যক্তির বিবরণ
- ওয়ারিশ গণের বিবরণ
উত্তরাধিকার সনদপত্রের জন্য অনলাইনে আবেদন ফরম
উত্তরাধিকার সনদপত্রের জন্য হাতে লিখে আবেদন ফরম
আপনি খুব সহজেই আপনার নিম্নের ৩ টি তথ্য দিয়ে মোবাইল নম্বর, NID নম্বর এবং জন্ম তারিখ দিয়ে প্রত্যয়ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে জাতীয়তা সনদ আবেদন করতে পারবেন। এই সিস্টেম থেকেই আপনার কাউন্সিলর/চেয়ারম্যান মহোদয় এর কাছে নোটিফিকেশন যাবে এবং উনার অনুমোদনের পরই আপনি সনদ সংগ্রহ করতে পারবেন।