কুরুলুস উসমান গাজী” পর্ব-১ | NTV Online দেখতে ক্লিক করুণ

টার্কিশ ড্রামা সিরিজ ‘কুরুলুস : উসমান গাজী’ প্রচারিত হবে এনটিভিতে। জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হচ্ছে বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ড্রামা সিরিজ ‘কুরুলুস : উসমান গাজী’।ইতোমধ্যে সিরিজটির বাংলা ডাবিং সম্পন্ন হয়েছে। এতে কাজ করেছেন ৪৩ জনের বেশি বাংলাদেশি কণ্ঠশিল্পী।

বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছে।

এনটিভিতে সিরিজটি-  

প্রতি সপ্তাহের বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রোববার রাত ৯টায় প্রচার হবে।

পুনঃপ্রচার হবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার ও সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

সম্পুন্ন ভিডিও টি দেখুন প্রতি শুক্রবার দুপুর ২ঃ৩০ মিনিটে

শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে ‘কুরুলুস : উসমান গাজী’র প্রথম পর্ব

সিরিজটির গল্পে দেখা যাবে—আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ী গোত্র নামে পরিচিত। বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্রপ্রধান সুলেমান শাহর পুত্র আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করেন উসমানি সাম্রাজ্যের। আর তারই সুপুত্র ওসমান তাঁর বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নেন এবং তিল তিল করে তিনি কীভাবে ন্যায় বিচারের উসমানি সাম্রাজ্য গড়ে তোলেন, তাই নিয়েই অসামান্য ধারাবাহিকের উপজীব্য। বন্ধুত্ব অকৃতজ্ঞতা কৃতঘ্নতা সাহসিকতা এবং আত্মত্যাগের এক অসাধারণ গল্প ‘কুরুলুস : উসমান গাজী’। প্রথম পর্বে দেখা যাবে এই কাহিনী। যাহারা দেখতে আগ্রহি নিচের দেওয়া নিঙ্কে ক্লিক করুণ

‘কুরুলুস : উসমান গাজী’র প্রথম পর্ব দেখতে ক্লিক করুণ

‘কুরুলুস : উসমান গাজী’র প্রথম পর্ব যে ভাবে দেখবেন Online

‘কুরুলুস : উসমান গাজী’র প্রথম পর্ব Youtube Online দেখুন

Live Now - atv kuruluş osman

আন্তর্জাতিক সম্প্রচার

দেশচ্যানেলসিরিজ প্রিমিয়ারসময়মন্তব্য
আলজেরিয়াEl Fadjer TV২১ নভেম্বর ২০১৯২৩ঃ০০আরবি সাবটাইটেল
সোমালিয়াএমসিটিভি২১ ডিসেম্বর ২০১৯সোমালি সাবটাইটেল
 আলবেনিয়াটিভি ক্লান১০ মার্চ ২০২০আলবেনিয়ান সাবটাইটেল
তিউনিসিয়াহান্নিবাল টিভিআরবি ডাবিং
আফগানিস্তানTolo TV২৪ এপ্রিল ২০২০পশতু সাবটাইটেল
উজবেকিস্তানMY5৩০ নভেম্বর ২০২০২০ঃ৩০উজবেক ডাবিং
বাংলাদেশএন টিভি৪ ফেব্রুয়ারি ২০২২দুপুর ২ঃ৩০ বাংলা ডাবিং
পাকিস্তানPTVUrdhu Dubbing

কুরুলুস : উসমান গাজী কাহিনী

কুরুলুস:উসমান উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান উসমান প্রথমের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত, মেহমেদ বোজদাগ রচিত একটি তুর্কী ঐতিহাসিক, অ্যাডভেঞ্চার টেলিভিশন ধারাবাহিক। এটি জনপ্রিয় ঐতিহাসিক ফিকশন টিভিসিরিজ দিরিলিস: আরতুগ্রুল-এর সিক্যুয়েল যা উসমানের পিতা আরতুগ্রুলের জীবনকাহিনীকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। এই সিরিজে, উসমানের ভূমিকায় অভিনয় করেছেন তুর্কি অভিনেতা বোরাক ওযচিভিত।

প্রধান চরিত্রসমূহ

  • তামের ইগিত – আরতুগ্রুল গাজী। কায়ি বসতি এবং সোগুতের প্রধান। গুন্দোজ, সাভচি, উসমানের বাবা। দুন্দার বে-র বড় ভাই।
  • কানবোলাত গোরকেম আরসালান – সাভচি বে। গুন্দোজ ও উসমানের ভাই। আরতুগ্রুল গাজীর মেজ ছেলে। বসতির বীমের পদ নিয়ে উসমানের সাথে দ্বন্দ্ব থাকলেও পরে তা সমাধান হয়ে যায়।
  • সেরায় কায়া – লেনা হাতুন। সাভচি বের স্ত্রী এবং বায়হোজার মা।
  • ইয়াজিজকান দিকমেন – বায়হোজা। সাভচি বের ছেলে। এরিমানিবেলির যুদ্ধে তীরবিদ্ধ হয়ে শহীদ হন।
  • এরকান আভচি – টেকফুর আয়া নিকোলা। ইনেগোল দুর্গের প্রধান টেকফুর।যিনি দীর্ঘদিন ইনেগুলে শাসন করেন ও উসমানের সাথে যুদ্ধ বিগ্রহ করেন।