[আমি প্রবাসী অ্যাপ] মালয়েশিয়া যেতে রেজিষ্ট্রেশন করুণ | Ami Probashi App

আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে আজ সোমবার মানে ১৩ জুলাই ২০২২ থেকে আপনার নিকটস্থ সরকারি ট্রেনিং সেন্টার বা কর্ম সংস্থানের অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন যারা মালয়েশিয়া যেতে চান। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে বিএমইটির ওয়েব সাইট www.bmet.gov.bd এই ঠিকানায় ঢুকে বিস্তারিত জানতে পারেন।
মালয়েশিয়া যেতে মেডিক্যাল সেন্টারের  তালিকা দেখতে ক্লিক করুণ
ইতি মধ্যেই প্রকাশ করা হয়েছে ১৮ টি বাংলাদেশের এজেন্সি নাম এর নামের তালিকা, দেখে নিন কোন এজেন্সি মাধ্যমে আপনি যেতে পারবেন মালয়েশিয়া।

কর্মী মালয়েশিয়া পাঠাতে অনুমোদন পেল কোন কোন এজেন্সি

মালয়েশিয়া কর্মী পাঠাতে কোন কোন এজেন্সি এখন পর্যন্ত অনুমোদন পেয়েছে তা জানাটা দরকার। কারন কোন কোন এজেন্সি অনুমোদন পেয়েছে তার উপর নির্ভর করছে আপনি কার সাথে যোগাযোগ করবেন বা মালয়েশিয়া যেতে কোন এজেন্সির উপর নির্ভর করবেন।
এখন পর্যন্ত ২০ এজেন্সিকে সরকার অনুমোদন দিয়েছে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে । তাই কাউকে কাগজ দিলে বা পাসপোর্ট অথবা টাকা দিলে নিশ্চিত হয়ে নিন তার অনুমোদন আছে কিনা মালয়েশিয়াতে কর্মী পাঠানোর।
অনুমোদ পাওয়া এজেন্সিগুলোর আরএল নাম্বার
১০২৪
৩৫৪
১৭১৫
১৫৩০
১৩২৭
১৫৭১
৫৪৯
১৪২১
১৮৭৪
০৪০
১৩২৬
৭০৩
১২৯৮
৬২২৩০১
১৮৭৪
৩৮৪
১১৪৬
৩৫১
২১৫

মালয়েশিয়া কলিং ভিসায় গেল ৫৩ কর্মী 

কোন এজেন্সি কত টাকা দিয়ে কর্মী পাঠালো মালয়েশিয়া। সোমবার ৫৩ জনের একটি দল মালয়েশিয়া গেল কলিং ভিসায় । সাড়ে চার বছর বন্ধ থাকার পর এবারই এবার কর্মী গেল মালয়েশিয়া। কর্মীরা বলছেন সরকার নির্ধারিত পয়সায় তারা মালয়েশিয়া গেছেন। ক্যাথারসিস ইন্টারনেশনাল নামে একটি এজেন্সি এবার কর্মী পাঠাচ্ছে মালয়েশিয়া।
কর্মী না যাবার জন্য মালয়েশিয়াকে দায়ি করলো বাংলাদেশ। সকল প্রক্রিয়া শেষ হবার পরও একজন কর্মীও যেতে পারেনি মালয়েশিয়া। ডাটাবেইজে নাম ওঠানো থেকে শুরু করে, মেডিকেল এমন কি টাক এবং পাসপোর্ট জমা দূতাবাসের অনুমোদন সবই হয়েছে। কিন্তু হচ্ছে না মালয়েশিয়ার ফ্লাইট। কোথায় এবং কি কারনে এই ভিসা হচ্ছে না বা ফ্লাইট হচ্ছে না তা বলেছেন মন্ত্রী। বিস্তারিত আসছে…।
মালয়েশিয়া যেতে নিবন্ধন করা যাবে ২০০ টাকা দিয়ে। তবে আপনি যদি ঘরে বসে নিবন্ধন করতে চান তবে , “আমি প্রবাসী এ্যাপে” নিবন্ধন করতে পারেন। এর জন্য প্রয়োজন ৩০০ টাকা। আসুন আমরা দেখে নেই কিভাবে আপনি এই রেজিষ্টেশন সম্পূন্ন করবেন।
মালয়েশিয়া যেতে রেজিষ্ট্রেশন করতে  “ক্লিক করুণ”

 ১৮ টি এজিন্সির নামের তালিকাঃ

১. অরবিটালস ইন্টারপ্রাইজ
২. আহমেদ ইন্টারন্যাশনাল
৩. নিউ এজ ইন্টারন্যাশনাল
৪. পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল-লাইসেন্স নং-১২৯৮
৫. গ্রিন ল্যান্ড ইন্টারন্যাশনাল
৬. বিনিময় ইন্টারন্যাশনাল
৭. আমিয়াল ইন্টারন্যাশনাল-লাইসেন্স নং-১৩২৬
৮. ইম্পেরিয়াল রিসোর্সের লাইসেন্স
৯. এসএম ইন্টারন্যাশনাল লি।
১০. ইরবিং ইন্টারপ্রাইজ
১১. আকাশ বর্মণ 
১২. আল বোকারি ইন্টারন্যাশনাল
১৩. সাউথ পয়েন্ট ওভারসিস লিমিটেড

আমি প্রবাসী অ্যাপ রেজিষ্ট্রেশন 

ডাউনলোড: অ্যাপসটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Ami Probashi” অথবা এই লিংকে ক্লিক করুন।

1) প্লেস্টোর থেকে “আমি প্রবাসী অ্যাপ” ডাউনলোড করুন।
2) ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে “পরবর্তী” বাটনে ট্যাপ করুন। মোবাইলে একটা OTP কোড আসবে তারপর
3) কনফার্মেশন কোড দিয়ে “কনফার্ম” বাটনে ট্যাপ করুন।
4) নির্দিষ্ট দেশগুলো নির্বাচন করে “পরবর্তী” বাটনে ট্যাপ করুন। ( সর্বনিম্ন তিনটি দেশ নির্বাচন করতে হবে)
5) আপনার ‘অভিজ্ঞতা/দক্ষতা’ নির্বাচন করুন এবং “পরবর্তী” বাটনে ট্যাপ করুন। (কমপক্ষে ১টি অভিজ্ঞতা নির্বাচন করতে হবে)
6) এরপর লিঙ্গ,বয়স, শিক্ষাগত যোগ্যতা,বিএমইটি এবং বর্তমানে আপনি বিদেশে কর্মরত আছেন কিনা টা নিশ্চিত করে “সম্পূর্ণ” বাটনে ট্যাপ করুন।।
এইভাবেই আপনার রেজিষ্ট্রেশন সম্পূন্ন হয়েছে, এখন পরবত্তি ধাপ হচ্ছে আপনার bmet কাড সংগ্রহ , এই কাড সংগ্রহ জন্য নিচের দিকে ইন্টাকশন দেওয়া আছে।
মালয়েশিয়া যেতে রেজিষ্ট্রেশন করতে  “ক্লিক করুণ”

BMET রেজিষ্ট্রেশন এবং কাড সংগ্রহ করবেন যেভাবে

১) প্লে স্টোর থেকে “আমি প্রবাসী অ্যাপ” ওপেন করুন।
২) বিএমইটি রেজিষ্টেশন এর জন্য “আবেদন প্রক্রিয়া শুরু করুণ” অপশানে ক্লি করুণ
2) আপনি  “পাসপোর্ট স্ক্যান করুণ” বাটনে ট্যাপ করুন এবং পাসপোর্ট এর কপি দিন
৩) আপনার নাম ইংরেজিতে এবং পাসপোর্ট নাম্বার, ও মেয়াদ কাল দিন।
৪) আপনি  “ন্যাশনাল আই কাড স্ক্যান করুণ” বাটনে ট্যাপ করুন এবং ন্যাশনাল আই কাড এর কপি দিন
৫) আপনি  “ব্যক্তিগত তথ্য” বাবার নাম , মায়ের নাম ,ধর্ম, ওজন, উচ্চতা, বৈবাহিক অবস্থা সহ বিস্তারিত দিন।
4) নির্দিষ্ট সব গুলো ঘর পূরন  করে “পরবর্তী” বাটনে ট্যাপ করুন।
5) এর পর পেমেন্ট এ যান।

BMET রেজিষ্ট্রেশন পেমেন্ট করবেন যেভাবে

আমি প্রবাসী অ্যাপের ব্যবহার

“আমি প্রবাসী অ্যাপ” তাদেরকে দিচ্ছে নিরাপদ ও নির্ভরযোগ্য চাকরির সম্ভাবনা, যা যথাযথ কর্মসংস্থানের সাথে পরিচয় ও সংযোগ ঘটিয়ে দিবে, পৌছে দিবে বিদেশ গমনেচ্ছু ভাই বোনদের স্বপ্নের ঠিকানায়! “আমি প্রবাসী” অ্যাপের প্রোফাইল সেকশনে আপনার সার্টিফিকেটের QR Code সম্বলিত ডিজিটাল কপি পাবেন। সেখান থেকে আপনার মোবাইল ফোনে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।

সার্টিফিকেটের সত্যতা যাচাই করতে QR Code টি স্ক্যান করুন। এজন্য সার্টিফিকেটটি প্রিন্ট করে আপনার ফোনের QR Code স্ক্যানার অ্যাপ ব্যবহার করুন। অথবা আপনার মোবাইলে থাকা ডিজিটাল কপিকে অন্য একটি ফোনের QR Code স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করে সার্টিফিকেটটি যাচাই করুন।

বিদেশে ভালো বেতনের চাকরির প্রথম শর্ত হচ্ছে কাজের দক্ষতা। দক্ষতা বাড়াতে আমি প্রবাসী অ্যাপের হোম পেজের উপরে “ট্রেনিং কোর্সসমূহ” থেকে নিকটস্থ ট্রেনিং সেন্টারে বিনামূল্যে আবেদন করুন।
আর সফলভাবে ট্রেনিং সম্পন্ন করবার পর অ্যাপের প্রোফাইল সেকশন থেকে আপনার মোবাইলে ডাউনলোড করে নিন সার্টিফিকেটের ডিজিটাল কপি সংগ্রহ করুণ। ট্রেনিং কোর্সে আবেদনের রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ নিজেই সম্পন্ন করুন এবং জেনে নিন অভিবাসন সংক্রান্ত গুরত্বপূর্ণ সকল তথ্য। এতে সাশ্রয় হবে আপনার টাকা, শ্রম ও সময়ের।