ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে ভর্তি ২০২১ -২০২২ । ৪ই জানুয়ারি ২০২২তারিখে সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ -২০২২ প্রকাশ ।সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি অনলাইনে আবেদন আগাামী ৮ই জানুুয়ারি ২০২২ থেকে এবং তা চলবে ১২ই মাচ ২০২২ তারিখ পর্যন্ত, ক্লাস শুরু ০২ এপ্রিল ২০২২। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পলিটেকনিক ভর্তি ২০২১ এর আবেদন btebadmission.gov.bd এর মাধ্যমে করা যাবে । পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি ২০২১-২০২২ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
পলিটেকনিক ২০২১-২০২২ ভর্তি মেধা তালিকা ফলাফল
মোট তিন ধাপে একাদশের ভর্তি ফলাফল এর মেধা তালিকা প্রকাশ করা হবে।
প্রথম ধাপের ভর্তি মেধা তালিকা প্রকাশ করা হবে । ২৫ ফ্রেব্রুয়ারি ২০২২ মেধা তালিকা রেজাল্ট দেখুন
দ্বিতীয় ধাপের ভর্তি মেধা তালিকা প্রকাশ করা হবে ২২ মার্চ ২০২২। মেধা তালিকা রেজাল্ট দেখুন
তৃতীয় ধাপের ভর্তি মেধা তালিকা প্রকাশ করা হবে ২৭ মার্চ ২০২২। মেধা তালিকা রেজাল্ট দেখুন
Please click from the following to view Result
সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ভর্তির বিজ্ঞপ্তি ৪ই জানুয়ারি ২০২২ প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু ৮ই জানুয়ারি। যখন বিটিইবি সার্কুলার ২০২১ টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে- btebadmission.gov.bd তখন আমরা আমাদের সাইটে আপডেট করব তখন আপনি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত তথ্য জানতে সক্ষম হবেন। সুতরাং আমাদের সাথে থাকুন।
ডিপ্লোমা ভর্তির আবেদনে শিক্ষাগত যোগ্যতা
- যেকোন সালে এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ ।
- ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা ।
- মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা ।
- ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে কমপক্ষে ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
আবেদন ফি:
ভর্তিচ্ছু প্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৬০/- (একশত পঞ্চাশ টাকা) টেলিটক/রকেট/শিওরক্যাশ/বিকাশ এর মাধ্যমে জমা দিতে হবে।
পলিটেকনিক ভর্তি তথ্য ২০২১
পলিটেকনিক ভর্তি হওয়ার জন্য সকল তথ্য নিম্নে তুলে ধরা হল।
১ম পর্যায়ের জন্য
ভর্তির আবেদন পক্রিয়া শুরু | ৮ই জানুয়ারী থেকে ১৭ ফ্রেব্রুয়ারি ২০২২ |
ফলাফল | ২৫ ফ্রেব্রুয়ারি ২০২২ |
নিশ্চায়নের সময়সীমা |
২য় পর্যায়ের জন্য
ভর্তির আবেদন পক্রিয়া শুরু | ৮ই জানুয়ারী থেকে ১৭ ফ্রেব্রুয়ারি ২০২২ |
মাইগ্রেশন | |
ফলাফল | |
নিশ্চায়নের সময়সীমা |
৩য় পর্যায়ের জন্য
ভর্তির আবেদন পক্রিয়া শুরু | ৮ই জানুয়ারী থেকে ১৭ ফ্রেব্রুয়ারি ২০২২ |
মাইগ্রেশন | |
ফলাফল | |
নিশ্চায়নের সময়সীমা |
- প্রথমে btebadmission.gov.bd অথবা www.bteb.gov.bd অথবা www.techedu.gov.bd অথবা www.tmed.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম (Application form) যথাযথভাবে অনলাইনে পূরণ করতে হবে।
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস.এস.সি. উত্তীর্ণ আবেদনকারীদের নম্বরপত্রের সত্যায়িত কপি ও পাসপাের্ট সাইজের ২কপি সত্যায়িত রঙ্গিন ছবিসহ নির্ধারিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.btebadmission.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে।
- যাবতীয় তথ্য দ্বারা আবেদন ফরমটি ফিলাপ করে প্রিন্ট কপি ও সকল কাগজপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের পুরাতন ভবনের ৪১২ নং কক্ষে সরাসরি অথবা খামে ভর্তিকোটার আবেদন লেখাসহ নিম্নস্বাক্ষরকারীর বরাবর ডাকযােগে পৌছানাে নিশ্চিত করতে হবে
পলিটেকনিক ভর্তি ফি:
অন-লাইনে আবেদনের ক্ষেত্রে ১৬০/- (একশত পঞ্চাশ) টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৫ (পনের) টি টেকনোলজি/ট্রেড/স্পেশালাইজেশন -এ আবেদন করা যাবে। অন-লাইনে প্রতি শিফটের জন্য মাত্র একবারই আবেদন করা যাবে। তবে অতিরিক্ত পছন্দের ক্ষেত্রে যে কোন প্রতিষ্ঠান ও যে কোন বিষয় নির্বাচন করা যাবে।
Online এ আবেদন ফর্ম পূরণের প্রক্রিয়া
- আবেদনকারী রকেট, শিওরক্যাশ ও বিকাশ এর মাধ্যমে আবেদন ফি প্রদান করার ৩০ মিনিট পর অন-লাইনে
আবেদন শুরু করবে। ভর্তির ওয়েবসাইট www.btebadmission.gov.bd– এ গিয়ে পেমেন্টকৃত প্রোগ্রাম এর
সংশ্লিষ্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর আবেদনকারী সংশ্লিষ্ট প্রোগ্রামের ওয়েব পেজ দেখতে পাবে।
পরবর্তীতে আবেদনকারী Apply Now বাটনে ক্লিক করে তার এস.এস.সি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর,
বোর্ডের নাম, পাসের সন ও তার মোবাইল নম্বর এন্ট্রি পূর্বক Next’ Button ক্লিক করবে। আবেদনকারীকে তার
মোবাইল নম্বর সতর্কতার সহিত প্রদান করতে হবে।পরবর্তীতে সমস্ত যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্যাদি প্রদত্ত
মোবাইল নম্বরে প্রেরণ করা হবে।
- Next’ Button ক্লিক করার পর আবেদনকারী তার যাবতীয় তথ্য দেখতে পাবে। (যদি আবেদনকারী ফি
প্রদান না করে থাকে- সে ক্ষেত্রে আবেদনকারী আবেদন ফি প্রদান করেনি এরূপ Message প্রদর্শিত হবে।) - আবেদনকারী তার স্ক্যানকৃত ছবি (ফরমেট *.jpg , সাইজ 50KB এবং 150px x 120px) আপলোড
করবে। আপলোড করার পর নীচের Save and Next’ Button ক্লিক করবে। সফল ভাবে তথ্য সংরক্ষিত হলে
আবেদনকারী একটি সিকিউরিটি কোড দেখতে পাবে। আবেদনকারীকে অবশ্যই সিকিউরিটি কোডটি ভবিষ্যতে
ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। এরপর Next বাটনে ক্লিক করলে Applicant’s Account পেজ প্রদর্শিত
হবে। ঐ পেজে আবেদনকারী তার সংশ্লিষ্ট প্রোগ্রামের Apply Now বাটনে ক্লিক করবে। এরপর আবেদনকারী
উক্ত প্রোগ্রামের অপশন ফরম দেখতে পারবে। অপশন ফরমে আবেদনকারী তার ভর্তিচ্ছু প্রোগ্রামসমূহ Drop Down মেনুতে দেখতে পাবে। - Selection Criteria প্রদর্শিত হলে আবেদনকারীকে পছন্দনীয় জেলা, ঐ জেলার প্রতিষ্ঠান এবং ঐ প্রতিষ্ঠানের
সিফ্ট, টেকনোলজি নির্বাচন করে‘ Add Selected Institute’ Button এ ক্লিক করতে হবে। এভাবে
আবেদনকারী সর্বোচ্চ ১৫টি প্রতিষ্ঠান/টেকনোলজির পছন্দক্রম নির্বাচন করতে পারবে। পছন্দক্রম নির্বাচন করার পর
Submit’ Button এ ক্লিক করে নির্বাচিত প্রোগ্রাম এ আবেদন সম্পন্ন করবে। সফলভাবে আবেদন সম্পন্ন হলে
আবেদনকারী বাম পার্শ্বে আবেদনকৃত প্রোগ্রামের নাম দেখতে পাবে এবং Submit-কৃত আবেদনটি প্রিন্ট নিতে
পারবে।
“HSC একাদশ শ্রেনীতে ভর্তি অনলাইন আবেদন ২০২১-২২ শিক্ষাবর্ষ”
- সরকারি প্রতিষ্ঠানে (প্রযোজ্য ক্ষেত্রে) আবেদনের জন্য আবেদনকারী কোটা Selection এর Drop Down
মেনু দেখতে পাবে। প্রোগ্রামে আবেদন করার পূর্বে আবেদনকারী তার প্রযোজ্য কোটা নির্বাচন করে তার নির্দিষ্ট
প্রোগ্রাম Submit করবে। একই প্রার্থীর একাধিক কোটা প্রযোজ্য হলে- Drop Down মেনু থেকে একাধিক কোটা
নির্বাচন করতে হবে। - আবেদনকারী তার প্রোগ্রামে Select প্রতিষ্ঠান/টেকনোলজি ও তার পছন্দক্রম দেখতে পারবে। আবেদনকারী
চাইলে তার আবেদনকৃত প্রোগ্রামে প্রতিষ্ঠান/টেকনোলজি’র পছন্দক্রম পরিবর্তন এবং নতুন প্রতিষ্ঠান/টেকনোলজি
সংযোজন ও পূর্বেও Select-কৃত প্রতিষ্ঠান/টেকনোলজি বিয়োজন করতে পারবে। আবেদনকারী ভবিষ্যতে নির্ধারিত
সময়ের মধ্যে Applicant Login অপশন থেকে SSC Roll, Board, Passing Year ও Security Code এন্ট্রিকরে Applicant’s Account পেজ এ যেতে পারবে এবং চাইলে তার আবেদনকৃত প্রোগ্রামে
প্রতিষ্ঠান/টেকনোলজি’র পছন্দক্রম পরিবর্তন এবং নতুন প্রতিষ্ঠান/টেকনোলজি সংযোজন ও পূর্বেও Select-কৃত
প্রতিষ্ঠান/টেকনোলজি বিয়োজন করতে পারবে। - একই আবেদনকারী একাধিক প্রোগ্রামে (যেমন- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার টেকনোলজি ইত্যাদি)
আবেদন করতে চাইলে- আবেদনকারী কে প্রত্যেক প্রোগ্রামের জন্য আলাদা আলাদা Payment সম্পন্ন করতে
হবে। Payment সম্পন্ন করে Applicant Login অপশন থেকে SSC Roll, Board, Passing Year ও
Security Code এন্ট্রি করে পূর্বের নিমাবলী অনুসরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তি নিশ্চায়নের ফি
ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি প্রযোজ্য হবে। (সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট বেতিত)
বিবরণ | টাকা |
রেজিস্ট্রেশন ফি | ২০০ |
রোভার স্কাউট ফি | ১৫ |
রেড ক্রিসেন্ট ফি | ২০ |
সরকারি পলিটেকনিক ও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ভর্তির জন্য ৩৮৫/- টাকা এবং অন্যান্য সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তি জন্য ২৩৫/- টাকা+অনলাইন পেমেন্ট চার্জ ৩.০০ টাকা মোট (২৩৫+৩)=২৩৮/- টাকা প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চায়ন করতে হবে। তবে শর্ত থাকে যে, কোন শিক্ষার্থীর পাঠ বিরতি থাকলে, বিলম্বে ভর্তি হলে এবং শাখা/বিষয় পরিবর্তন করলে তার নিকট হতে উপরিউক্ত ফি এর অতিরিক্ত ফি গ্রহণ করা যাবে। এছাডা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এ ৩৮৫/- ফি প্রদা পূবক ভর্তি নিশ্চিত করতে হবে।
এইচ এস সি /সমমান শিক্ষা ক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি প্রযোজ্য হবে:
বিবরণ | টাকা |
রেজিস্ট্রেশন ফি | ১২০ |
ক্রীড়া ফি | ৩০ |
রোভার /রেঞ্জার ফি | ১৫ |
রেড ক্রিসেন্ট ফি | ২০ |
বিজ্ঞান ও প্রযুক্তি ফি | ০৭ |
বার্ষিক ক্রীড়া মঞ্জুরী ফি | ২০০ |
ফি জমা দেয়ার পদ্ধতি :
ক) টেলিটক মাধ্যমে ফি জমাদান পদ্বতি:
টেলিটক মােবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTEB লিখে, স্পেস দিয়ে শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি.পরীক্ষার রােল নম্বর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি. পাসের সন লিখে স্পেস দিয়ে ভর্তির শিফটের নির্ধারণ অক্ষর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। ১ম শিফট (A), ২য় শিফট (B), উভয় শিফট (C) ।
উদাহরণঃ BTEB <Space>DHA<Space>123456< Space>2020<Space>A
ঢাকা শিক্ষা বোর্ড | DHA |
সিলেট শিক্ষা বোর্ড | SYL |
বরিশাল শিক্ষা বোর্ড | BAR |
চট্টগ্রাম শিক্ষা বোর্ড | CHI |
কুমিল্লা শিক্ষা বোর্ড | COM |
দিনাজপুর শিক্ষা বোর্ড | DIN |
যশাের শিক্ষা বোর্ড | JES |
রাজশাহী শিক্ষা বোর্ড | RAJ |
মাদ্রাসা শিক্ষা বোর্ড | MAD |
কারিগরি শিক্ষা বোর্ড | TEC) |
উন্মুক্ত শিক্ষা বোর্ড | BOU |
খ) রকেট এর মাধ্যমে ফি জমাদান পদ্ধতি:
রকেট একাউন্ট আছে এমন মােবাইল ফোন থেকে পেমেন্ট করার জন্য *322# ডায়াল কর নিম্নরূপ ধাপগুলাে অনুসরণ করতে হবে: মেনুতে Payment নির্বাচন করতে হবে। এরপর
ধাপ-১: Bill Pay নির্বাচন করতে হবে।
ধাপ-২: Successful SMS পাওয়ার জন্য নিজ রকেট একাউন্ট হলে Self/অন্য রকেট একাউন্ট হলে Other নির্বাচন।
ধাপ-৩: যােগাযােগের জন্য মােবাইল নম্বর দিতে হবে।
ধাপ-৪: Other নির্বাচন করতে হবে।
ধাপ-৫: Biller ID (288) ইনপুট দিতে হবে।
ধাপ-৬: Bill Number: <শিফট><পাসের সন><বাের্ড কোড><রােল নম্বর>এন্ট্রি দিতে হবে (স্পেস দেওয়ার প্রয়ােজন নেই)।
ধাপ-৭: Amount -150/300 টাকা এন্ট্রি দিতে হবে।
ধাপ-৮ : Pin Number চাইলে ঐ রকেট একাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে। Payment সফল হলে Successful SMS প্রদর্শিত হবে।
গ) শিওরক্যাশ এর মাধ্যমে ফি জমাদান পদ্বতি:
যে সকল মােবাইল ফোনে শিওরক্যাশ চালু আছে- সে সকল মােবাইল ফোন প্রথমে এ *495# ডায়াল করতে হবে।
ধাপ-১: শিওরক্যাশ এর মেনু পেতে *৪৯৫# ডায়াল করে, PAYMENT অপশন নির্বাচন করতে হবে
ধাপ-২: পেমেন্ট Keyword: DTE লিখতে হবে ।
ধাপ-৩: স্টুডেন্টকে লিখতে হবে: শিক্ট><পাশের সন><বাের্ড কোর্ড><রােল নম্বর>
ধাপ-৪: স্টুডেন্ট এর মােবাইল নাম্বার লিখতে হবে।
ধাপ-৫: মােবাইলে Amount: Tk. 150/300 প্রদর্শিত হবে এবং মােবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করুন।
ধাপ-৬: পেমেন্ট সফল হলে TXN নাম্বার সহ Successful Massage প্রদর্শিত হবে।
পলিটেকনিক ২০২১-২০২২ ভর্তি মেধা তালিকা ফলাফল
মোট তিন ধাপে একাদশের ভর্তি ফলাফল এর মেধা তালিকা প্রকাশ করা হবে।
প্রথম ধাপের ভর্তি মেধা তালিকা প্রকাশ করা হবে ১৫ মার্চ। মেধা তালিকা রেজাল্ট দেখুন
দ্বিতীয় ধাপের ভর্তি মেধা তালিকা প্রকাশ করা হবে ২২ মার্চ। মেধা তালিকা রেজাল্ট দেখুন
তৃতীয় ধাপের ভর্তি মেধা তালিকা প্রকাশ করা হবে ২৭ মার্চ। মেধা তালিকা রেজাল্ট দেখুন
পলিটেকনিক ভর্তি কলেজ মাইগ্রেশন ফলাফল ২০২২
প্রথম ধাপের ভর্তি মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ২২ মার্চ। মাইগ্রেশন ফল প্রকাশ দেখুন
দ্বিতীয় ধাপের ভর্তি মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ২৭ মার্চ। মাইগ্রেশন ফল প্রকাশ দেখুন
“HSC একাদশ শ্রেনীতে ভর্তি রেজাল্ট ২০২১-২২ শিক্ষাবর্ষ”
সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ/ ইন্সটিটিউট এর তালিকা
Govt Polytechnic Institute list in Bangladesh :
SL | Name of Polytechnic | Phone | place |
1 | Institute of Glass & Ceramic | 88-02-9110319,01716237252 | Dhaka |
2 | Bangladesh Servey Institute | 88-081-68477,01819181608 | Comilla |
3 | Bangladesh Sweeden Polytechnic Institute | 88-03529-251,01827557761 | Chittagong |
4 | Barguna Polytechnic Institute | 88-0446-63460,01712117219 | Barguna |
5 | Barisal Polytechnic Institute | 88-0431-53184,01558317189 | Barisal |
6 | Bhola Polytechnic Institute | 88-04922-56375,01714558001 | Bhola |
7 | Bogura Polytechnic Institute | 051-66152,01711-074835 | Bogura |
8 | Brahmanbaria Polytechnic Institute | 88-08327-56151,01926022837 | Brahmanbaria |
9 | Chandpur Polytechnic Institute | 88-08425-56205,01711186082 | Chandpur |
10 | Chapinawabganj Polytechnic Institute | 88-0781-51771,01911328640 | Chapainawabganj |
11 | Chittagong Mohila Polytechnic Institute | 88-031-2512074,01918029919 | Chittagong |
12 | Chittagong Polytechnic Institute | 88-031-62534,01711452480 | Chittagong |
13 | Comilla Polytechnic Institute | 88-081-76077,01971333888 | Comilla |
14 | Cox’s Bazar Polytechnic Institute | 88-0341-63388,01715747546 | Cox’s Bazar |
15 | Dhaka Mohila Polytechnic Institute | 88-02-9114013,01714204624 | Dhaka |
16 | Dhaka Polytechnic Institute | 88-02-9116724,01992006465 | Dhaka |
17 | Dinajpur Polytechnic Institute | 88-0531-65573,01740564521 | Dinajpur |
18 | Faridpur Polytechnic Institute | 88-0631-63598,01556310607 | Faridpur |
19 | Feni Computer Institute | 331-61888,01912384469 | Feni |
20 | Feni Polytechnic Institute | 0331-74030,01936212606 | Feni |
21 | Gopalganj Polytechnic Institute | 88-0668-58015,01712837077 | Gopalganj |
22 | Graphic Arts Institute | 88-02-9113896,01817046134 | Dhaka |
23 | Habigonj Polytechnic Institute | 88-0831-62320,01816500544 | Habiganj |
24 | Jashore Polytechnic Institute | 88-0421-73436,01711940279 | Jashore |
25 | Jhenidah Polytechnic Institute | 88-0451-61385,01552498512 | Jhenaidah |
26 | Khulna Mohila Polytechnic Institute | 88-041-2850092,01712228682 | Khulna |
27 | Khulna Polytechnic Institute | 88-041-762352,01710900011 | Khulna |
28 | Kishorganj Polytechnic Institute | 01739995696 | Kishoreganj |
29 | Kushtia Polytechnic Institute | 88-0581-61688,01733544142 | Kushtia |
30 | Lakshmipur Polytechnic Institute | 88-0381-62316,01712029381 | Lakshmipur |
31 | Magura Polytechnic Institute | 88-0488-63655,01556304682 | Magura |
32 | Moulvibazar Polytechnic Institute | 01819144515 | Maulvibazar |
33 | Munshiganj Polytechnic Institute | 88-0691-63825,01875091001 | Munshiganj |
34 | Mymensingh Polytechnic Institute | 88-091-54294,01715133708 | Mymensingh |
35 | Naogaon Polytechnic Institute | 88-0721-62070,01915566804 | Naogaon |
36 | Narshindi Polytechnic Institute | 88-0628-51662,01712093697 | Narsingdi |
37 | Pabna Polytechnic Institute | 88-0731-65844,01818255069 | Pabna |
38 | Patuakhali Polytechnic Institute | 88-0441-62345,01727456210 | Patuakhali |
39 | Rajshahi Mohila Polytechnic Institute | 88-0721-861344,01711262328 | Rajshahi |
40 | Rajshahi Polytechnic Institute | 88-0721-761977,01917292557 | Rajshahi |
41 | Rangpur Polytechnic Institute | 0521-63513,01716223829 | Rangpur |
42 | Satkhira Polytechnic Institute | 88-0471-65170,01911764106 | Satkhira |
43 | Shariatpur Polytechnic Institute | 88-0931-62534,01712132630 | Shariatpur |
44 | Sherpur Polytechnic Institute | 88-0931-62534,01711193503 | Sherpur |
45 | Sirajgonj Polytechnic Institute | 88-0751-64286,01558398246 | Sirajganj |
46 | Sylhet Polytechnic Institute | 88-0821-716372, 01718538327 | Sylhet |
47 | Tangail Polytechnic Institute | 88-0921-53237,01712944897 | Tangail |
48 | Thakurgaon Polytechnic Institute | 88-0561-61400,01550002846 | Thakurgaon |
49 | Kurigram Polytechnic Institute | 88-0581-61688,01556306139 | Kurigram |
See Related Link…….
একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন ৮ই জানুয়ারি ২০২২
XI Class Admission 2022 Online Apply
একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি অনলাইন আবেদন ২০২১-২০২২। শিক্ষা বোর্ডের সেরা ২০ কলেজ
আলিম(মাদ্রাসা) ১ম বর্ষ ভর্তির অনলাইনে আবেদন ৮ই জানুয়ারি ২০২২ । মেধা তালিকা রেজাল্ট
একাদশ শ্রেণীতে ভর্তি কলেজ মাইগ্রেশন ফলাফল ২০২২