DESCO বিদ্যুৎ লোডশেডিং এর নতুন সময়সূচী ২০২২ প্রকাশ করেছে। বিস্তারিত দেখুন এখানে

সারাদেশে মত ঢাকা ও এর আশেপাশের জেলা গুলোতে বিদ্যুৎ লোডশেডিং এর সমাধান এর জন্য ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। প্রতিদিন এলাকাভিত্তিক লোডশেডিং করবে। ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)  লোডশেডিং এর জন্য ইতিমধ্যে সকল গ্রহক এর কাছে দুঃখ প্রকাশ করেছে ।

  প্রতিদিন ঢাকা উত্তর সিটি- গাজিপুর এলাকাভিত্তিক লোডশেডিং এর সময়সূচী জানতে ক্লিক করুণ এখানে

এলাকা ভিত্তিক লোডশেডিং এর জন্য একটি সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই সময়সূচী অনুযায়ী লোডশেডিং হবে বলে জানিয়েছেন DESCO । এর আগে চলমান বিদ্যুৎ সংকট নিরসনে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোন এলাকায় কখন লোডশেডিং তার সম্ভাব্য তালিকা দেখতে ক্লিক করুন এখানে।

Update: DESCO সম্ভাব্য লোডশেডিং শিডিউল

রাজধানী ঢাকায় লোডশেডিং এর সময়সূচীঃ DESCO

সম্ভাব্য লোডশেডিং শিডিউল প্রতিদিন আপডেট: সকাল ১০টা – রাত ১০টা)

রাজধানী ঢাকায় সম্ভাব্য লোডশেডিং/ইমার্জেন্সি মেইনটেন্যান্স বিজ্ঞপ্তি

 সম্ভাব্য লোডশেডিং/ইমার্জেন্সি মেইনটেন্যান্স বিজ্ঞপ্তি
সম্ভাব্য লোডশেডিং শিডিউল
ইমার্জেন্সি মেইনটেন্যান্স শিডিউল

সম্ভাব্য লোডশেডিং শিডিউল

• তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোড শেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদর তথ্য জানার জন্য সময়ে সময়ে ডেসকো’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হল। Click here

বিবরণ দিনের সর্বোচ্চ সন্ধ্যায় সর্বোচ্চ
আজকের চাহিদার পূর্বাভাস (মেগাওয়াট) ১২১০০ ১৪৪০০
গতকালের প্রকৃত উৎপাদন (মেগাওয়াট) ১২২৫৮ ১৩২২১

DESCO সম্ভাব্য লোডশেডিং শিডিউল প্রতিদিন আপডেট

ব্লক কালো এরিয়া লোডশেডিং এর এরিয়া নির্দেশ করে।

সম্ভাব্য লোডশেডিং শিডিউল

সম্ভাব্য লোডশেডিং শিডিউল(তারিখ ২১.০৭.২০২২ সময় : সকাল ১০টা – রাত ১০টা)

ব্লক কালো এরিয়া লোডশেডিং এর এরিয়া নির্দেশ করে।

লোড বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে আরোপিত লোড শেডিং কম/বেশী হতে পারে বিধায় হালনাগাদর তথ্য জানার জন্য সময়ে সময়ে ডেসকো’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হল।

সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং: জানালেন জ্বালানি উপদেষ্টা

আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) ২০২২ থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। তবে কোন এলাকায় কখন লোডশেডিং হবে তা আগেই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রাজধানী ঢাকায় এলাকাভিত্তিক [DESCO] লোডশেডিং সময়সূচী-২০২২ দেখুন।

লোডশেডিং সীমিত রাখার জন্য ডেসকো কর্তৃপক্ষর নিম্নোক্ত অনুরুধ জানিয়েছেন

সম্মানিত গ্রাহক,
জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আসুন নিম্নোক্ত ব্যবস্থাগুলো প্রতিপালন করিঃ

    • অফিসে এসির ব্যবহার সীমিত রাখা। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা;
    • অপ্রয়োজনীয় বাতি ও ফ্যান এর ব্যবহার থেকে বিরত থাকা;
    • দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখা, সূর্যের আলো ব্যবহার করা;
    • কক্ষের বাইরে অবস্থানকালীন সময়ে ফ্যান-লাইট, এসি ইত্যাদি বন্ধ রাখা;
    • বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এলইডি লাইটসহ স্মার্ট বৈদ্যুতিক সামগ্রী ও প্রযুক্তি ব্যবহার করা;
  • নিজস্ব স্থাপনার রুফটপ সোলার সিস্টেম এর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

এলাকাভিত্তিক লোডশেডিং এর সময়সূচী

আগামীকাল থেকে ঢাকা ,ণারায়াঙ্গঞ্জ সহ ডেসকো আওতাধীন এলাকায় লোড শেডিং শুরু হবে, তবে কোন এলাকায় কখন লোডশেডিং হবে তা আগেই মানুষকে জানিয়ে দেওয়া হবে। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আপনার এলাকায় কখন বিদ্যুৎ থাকবেনা তা আপনারা জানতে পাবেন আমাদের এই সাইট থেকে। এছডা ও সরকারি ওয়েবসাইট থেকে ও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাডা ও পত্রিকা বা অনালাইন পোটাল এর মাধ্যমে জানানো হবে এই লোডশেডিং এর সময়সূচী।

DESCO এলাকাভিত্তিক লোডশেডিং এর সময়সূচী জানতে ক্লিক করুণ এখানে

 

সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদন শিডিউল

“বর্তমান পরিস্থিতি বিবেচনায় লোডশেডিংই একমাত্র সমাধান।”

আজকের উৎপাদন ক্ষমতা (মেগাওয়াট) দিনের সর্বোচ্চ ১৩২৪৩, সন্ধ্যায় সর্বোচ্চ : ১৪৪১০ | আজকের চাহিদার পূর্বাভাস (মেগাওয়াট) দিনের সর্বোচ্চ ১১৬০০ ,সন্ধ্যায় সর্বোচ্চ : ১৩৭০০ | গতকালের প্রকৃত উৎপাদন (মেগাওয়াট) দিনের সর্বোচ্চ ১০২৬৩ ,সন্ধ্যায় সর্বোচ্চ : ১৩২৪৩

এলাকাভিত্তিক লোডশেডিং এর সময়সূচী জানতে ক্লিক করুণ এখানে

সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং আওতায় যাহা থাকবে

** বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের (নামাজের সময় বাদ দিয়ে) এসি বন্ধ।
** দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত।
**গাড়িতে তেলের ব্যবহার কমাতে হবে।
**ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখা হবে।
**পেট্রোল পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে এবং
**বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।
**সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে।

এলাকাভিত্তিক লোডশেডিং এর সময়সূচী জানতে ক্লিক করুণ এখানে

এলাকাভিত্তিক লোডশেডিং কারন কি?

আমরা সবাই জানি রাশিয়া ইউক্রেন এর যুদ্ধের কারনে “আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, ইউরোপও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলস্বরূপ তেলের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে, জাহাজের ভাড়া বাড়ছে। সারা বিশ্বে এর প্রভাব পড়ছে। বাংলাদেশও এর দ্বারা প্রভাবিত হচ্ছে,”

প্রধানমন্ত্রী বলেন- “প্রতিটি এলাকাভিত্তিক, কোন এলাকায় কখন কত ঘণ্টা লোডশেডিং থাকবে, লোডশেডিং এমনভাবে করা হয়েছে যাতে মানুষ সে সময় প্রস্তুত থাকে, যাতে আমরা মানুষের দুর্ভোগ কমাতে পারি। ” সে বিষয়ে আমাদের নজর দিতে হবে।

এলাকাভিত্তিক লোডশেডিং এর সময়সূচী জানতে ক্লিক করুণ এখানে

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনাভাইরাস মহামারীর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশকে সব বাধা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। দেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকায় এখন ঘন ঘন লোডশেডিং হচ্ছে। প্রতিদিন গড়ে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। বিশ্বব্যাপী তেলের ক্রমবর্ধমান দাম বেশিরভাগ গ্যাস-চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে বাধ্য করেছে। অন্যদিকে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোও বন্ধের পথে।

রাজধানীর বাইরের অবস্থা আরও খারাপ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলো ময়মনসিংহ বিভাগে অবস্থিত। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট, রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, গাইবান্ধা, লালমনিরহাট এবং দিনাজপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নোয়াখালী, ফেনী ও চাঁদপুরে লোডশেডিং উল্লেখযোগ্য হারে বেড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর গ্যাস সংকটে ভুগছে এমন দেশগুলোতে বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক কিছু নয়। এদিকে, টেক্সাসে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সুবিধা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর থেকে ইউরোপ এবং এশিয়ায় গ্যাসের দাম সপ্তাহে 60 শতাংশের বেশি বেড়েছে। গত বছরের শুরু থেকে ইউরোপে গ্যাসের দাম ৭০০ শতাংশ পর্যন্ত বেড়েছে।