
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১ম বর্ষে ভর্তি জন্য এই বছর ২০২১-২০২২ শিক্ষা বর্ষের জন্য ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগস্ট থেকে। ইউনিট অনুযায়ী প্রবেশপত্র, সময়সূচি ও আসন বিন্যাস ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী এবং প্রবেশপত্র ডাউনলোড এর জন্য তারিখ প্রশিত হয়েছে। জাবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org প্রকাশ করা হয়েছে । নিচে জাবি এ, বি, সি, ডি, ই, এফ ইউনিটের রোল ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচী দেওয়া হল ।
জাবি ভর্তি পরীক্ষা ২০২২ ইউনিট অনুযায়ী প্রবেশপত্র ডাউনলোড
অদ্য ২৩-০৬-২০২২ থেকে ২০২১-২০২২ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুণ
জাবির ভর্তি পরীক্ষার আসনবিন্যাস দেখুন এখানে
তিনি জানান, আগামী ৩১ জুলাই (রোববার) ‘সি’ ইউনিট দিয়ে জাবির ভর্তি পরীক্ষা শুরু হবে। জাবির এবারের ভর্তি পরীক্ষা আগামী ৪ আগস্ট শেষ হবে। বিষয়টি ইতিমধ্যেই বিজ্ঞপ্তির মাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, এই বছর জাবির ভর্তি পরীক্ষায়
‘এ’ ইউনিটে ৪৬৬ আসনের বিপরীতে ১ লক্ষ ১ হাজার ২৫২ জন,
‘বি’ ইউনিটে ৩৮৬ আসনের বিপরীতে ১ লক্ষ ৪৮৫ জন,
‘সি’ ইউনিটে ৪৬৭ আসনের বিপরীতে ১ লক্ষ ৩৯৬ জন,
‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে ১ লক্ষ ৮৪৯ জন ও
‘ই’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে ১৮ হাজার ৭২০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
জাবি আসন সংখ্যা
ইউনিট | ছেলে | মেয়ে | মোট আসন |
এ ইউনিট | ২৩৮ | ২২৮ | ৪৬৬ |
বি ইউনিট | ১৯৩ | ১৯৩ | ৩৮৬ |
সি ইউনিট | ২৩৪ | ২৩৩ | ৪৬৭ |
ডি ইউনিট | ১৬০ | ১৬০ | ৩২০ |
ই ইউনিট | ১২৫ | ১২৫ | ২৫০ |
মোট= | ৯৫০ | ৯৩৯ | ১৮৮৯ |
জাবির ভর্তি পরীক্ষার তারিখ দেখুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে। জাবির ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
জাবি ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সময়সূচী
৩১ জুলাই ৫ শিফটে ‘সি’ ইউনিট।
১ আগস্ট ৫ শিফটে ‘বি’ ইউনিটের।
২ আগস্ট ৬টি শিফটে ও ৩ আগস্ট একটি শিফটে ‘এ’ ইউনিট পরীক্ষা
৩ আগস্ট ৫ শিফটে ‘ডি’ ইউনিট এবং
৪ আগস্ট ৩ শিফটে ‘ডি’ এবং ২ শিফটে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সমসূচী ২০২২
জাবি সকল ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ চুড়ান্ত করা হয়েছে । নোটিশ অনুযায়ী, আগামী ৩১ জুলাই ২০২২ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে । তবে উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষার শিফট রোল অনুযায়ী ভিন্ন হতে পারে তবে তারিখ একই থাকবে ।
জাবি ভর্তি পরীক্ষার রুটিন
তারিখ | ইউনিটের নাম |
৩১ জুলাই ২০২২ রবিবার | সি ইউনিট কলা ও মানবিকী অনুষদের এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। |
০১ আগস্ট ২০২২ সোমবার | বি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ ও আইন বিভাগ |
০২ আগস্ট ২০২২ মঙ্গল বার | এ – ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি |
০৩ আগস্ট ২০২২ বুধ বার | এ – ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ |
০৪ আগস্ট ২০২২ ব্রিহস্প্রতি বার | ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ E ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ |
৮,১০,১১ জুলাই ২০২২ | ব্যবহারিক পরীক্ষা নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যাবলী
১. OMR ফর্মের সার্কেলগুলি সাধারণ কালো বল পেন দিয়ে পূরণ করতে হবে। ওএমআর ফরম পূরণে ভুল হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রার্থীদের অতিরিক্ত ওএমআর ফর্ম দেওয়া হবে না। ওএমআর ফর্মটি ভাজা, স্ক্র্যাচ করা, দাগ দেওয়া, পিন-আপ করা বা এর উপর জল দেওয়া উচিত নয়।
২. ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিনের মিফট এবং প্রাপকের সেট কোড অংশ ইংরেজি নম্বরে লিখতে হবে এবং সংশ্লিষ্ট বক্সগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার পর OMR Sheet প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে।
৩. পরীক্ষা পূর্বের দিন অথবা পরীক্ষায় দিন শুরুর আগে সংশ্লিষ্ট ইউনিট অফিস থেকে আসন সম্পর্কে জানা যাবে। এছাড়া www.univ.admission.org at www.Juniv.edu/admission ওয়েবসাইট থেকেও জানা যাবে। পরীক্ষার তারিখ ও সময় বিশ্ববিদ্যালয় কর্তৃক SMS এর মাধ্যমেও পরীক্ষার্থীদের জানানো হবে।’
৪, পরীক্ষা শুরু হওয়ায় নির্ধারিত সময়ের অন্তত ১০ মিনিট আগে প্রত্যেক পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে ।
৫. পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মােবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইজ নিয়ে প্রবেশ করতে পারবে না। সময় দেখার জন্য পরীক্ষার হলে অভিন্ন ব্যবস্থা থাকবে।
৬. পরীক্ষার্থী ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
৭. ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ ৩ (তিন) দিনের মধ্যে www.junivradirlssonarg এবং
www.juniv.edu/admaslor/ থেকে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃক SMS এর মাধ্যমেও পরীক্ষার্থীদের ফলাফল জানানাে হবে।
৮. ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
৯. ঢাকা শহর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৫০ কিলোমিটার দূরে অববিত। এজন্য যে সকল পরীক্ষার্থী ঢাকা শহর বা দূরবর্তী অন্যকোন স্থান থেকে এসে পরীক্ষা দেবে তাদেরকে যানজটসহ অন্যান্য অপ্রত্যাশিত দুর্যোগ এড়ানাের জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসার পরামর্শ নেয়া হলাে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের কোন বাসে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকরা আসা-যাওয়া করতে পারবেন না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাস নম্বর
সমস্ত ইউনিটের জন্য MCQ পরীক্ষায় পাসিং মার্ক ন্যূনতম 33% বা 26.40 নম্বর বলা হয়েছে তবে কিছু কিছু ইউনিটের জন্য কিছু শর্ত যুক্ত করা হয়েছে। উদাহরণ স্বরূপ-
A ইউনিট – গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত বিভাগে ন্যূনতম 50%, রসায়ন বিভাগে ভর্তি আলাদাভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য পরীক্ষার রসায়ন বিভাগে ন্যূনতম ৫০% নম্বর এবং প্রবেশিকা পরীক্ষার গণিত ও পদার্থবিদ্যা বিভাগে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ভর্তির জন্য পদার্থবিদ্যা, রসায়ন ও আইসিটিতে আলাদাভাবে ৫০% নম্বর পেতে হবে।
B ইউনিট- আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে আলাদাভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
C ইউনিট– বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা বিভাগে ন্যূনতম 50% এবং ইংরেজি বিভাগে ন্যূনতম 40%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে ন্যূনতম 50%, আন্তর্জাতিক বিভাগে ভর্তির জন্য আন্তর্জাতিক বিষয়ক বিভাগে 70%। সম্পর্ক বিভাগ এবং সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিভাগে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তির জন্য সাধারণ জ্ঞান ও বিভাগ সম্পর্কিত বিষয়ে ৬০% নম্বর পেতে হবে।
D ইউনিট – ফার্মেসি, বায়োকেমিস্ট্রি এবং বায়োসায়েন্স এবং মাইক্রোবায়োলজি বিভাগে ভর্তির জন্য আলাদাভাবে রসায়ন এবং জীববিজ্ঞানে ন্যূনতম 50% নম্বর।
E ইউনিট – বিবিএ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে আলাদাভাবে ন্যূনতম 40% নম্বর থাকতে হবে।