বাংলাদেশ রেলওয়ে [সহকারী স্টেশন মাস্টার] MCQ পরীক্ষা ২০২২ প্রবেশপত্র, সময়সূচী, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস দেখে নিন

বাংলাদেশ-রেলওয়েরর-সহকারী-স্টেশন-মাস্টার-পদের-নিয়োগ। বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষার সময়সূচী, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও নিদের্শাবলীবাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার নিয়োগ এর লক্ষে আগামী ৬ আগস্ট ২০২২ তারিখে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, মোট ৫৬০ পদের জন্য ৩ লাখ ৩০ হাজার মত পরিক্ষাথী অংশ গ্রহন করবে।

সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষা ২০২২ সময়সূচী

সকল বিভাগীয় শহরে হবে এই নিয়োগ পরীক্ষা। রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার তারিখ এবং ভর্তি ডাউনলোড 2022 সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার তারিখ আসন পরিকল্পনা এবং ভর্তি ডাউনলোড 2022 কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত হয়েছে। রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার আসন পরিকল্পনা 2022 বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। বাংলাদেশ রেলওয়ে এএসএম পরীক্ষার আসন পরিকল্পনা 2022 এর সমস্ত তথ্য নীচে দেওয়া হয়েছে। এছাডা আপনারা বিগত দিনের প্রশ্ন সমাধান এখানে থেকে দেখে প্রস্তুতি নিতে পারবেন।

বাংলাদেশ-রেলওয়েরর-সহকারী-স্টেশন-মাস্টার-পদের-নিয়োগ পরীক্ষা

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার-৫৬০টি পদের পরীক্ষার তারিখঃ ৬ আগস্ট ২০২২
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.৩০ থেকে ৫.০০ টা
পরীক্ষা হবেঃ বিভাগীয় শহরে
প্রশ্ন থাকবেঃ ৭০টি
পূর্ণমানঃ ৭০ মার্কস
ভুল উত্তরের জন্যঃ ০.৫ মার্ক কাটা যাবে
পরীক্ষার পূর্ণ সময়ঃ ১ ঘণ্টা ৩০ মি.

রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের পরীক্ষায় সিট প্লান প্রকাশিত

ক্র. নং বিভাগ কেন্দ্র সংখ্যা  মোট পরীক্ষাথী আসন বিন্যাস
ঢাকা বিভাগ  ১৮ টি ৬২২২৯ ডাউনলোড
ময়মনসিংহ বিভাগ ৩১ টি ২৭৪১৯ ডাউনলোড
রাজশাহী বিভাগ  ৪০ টি ৩৯৬৮৫ ডাউনলোড
বরিশাল বিভাগ ২৩ টি ২৩৩০৪ ডাউনলোড
সিলেট বিভাগ ১৩ টি ১০৫১২ ডাউনলোড
খুলনা বিভাগ  ৪৭ টি ৪৮০৯০ ডাউনলোড
বগুডা ( রাজশাহী বিভাগ) ১৯ টি ২০১৩৯ ডাউনলোড
চট্টগ্রাম বিভাগ ৪৬ টি ৫৬৩৫৬ ডাউনলোড
রংপুর বিভাগ ৬১ টি ৫২৭৯৭ ডাউনলোড
মোট পরীক্ষাথী ৩৩০০১৯

রেলওয়ে নিয়োগ পরীক্ষা সময়সূচী প্রকাশিত

পরীক্ষার রেজাল্ট  ওয়েবসাইট

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে
পদের নাম সহকারী স্টেশন মাস্টার
শূন্যপদের সংখ্যা: ৫৬০ টি
আবেদনের শুরু তারিখ: ২৮ আগস্ট, ২০২১ খ্রি.
আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বার ২০২১ বিকাল ০৫.০০ টা
বাচাই পরীক্ষা (MCQ) ০৬ আগস্ট ২০২২
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.৩০ থেকে ৫.০০ টা
রেজাল্ট
ভাইভা এখনো ঘোষণা হয় নাই
ওয়েবসাইট: https://www.railway.gov.bd/

বাংলাদেশ রেলওয়ের সকল পরীক্ষা এইবার বিভাগীয় শহরে হবে নিয়োগ এর বাচাই পরীক্ষা। শনিবার ০৬ আগস্ট ২০২২ তারিখে এই MCQ বাচাই পরীক্ষা হবে।

বাংলাদেশ_রেলওয়ে এর আজকে অনুষ্ঠিত MCQ লিখিত পরীক্ষার নির্ভুল প্রশ্ন সমাধান

রেলওয়ের দুই পদের বাছাই পরীক্ষার প্রবেশ পত্র এই লিংকে ডাউনলোড করা যাবে

পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ০১ আগস্ট বিকাল ৪টা থেকে ভর্তির প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। ভর্তি ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট

প্রবেশপত্রঃ https://br.teletalk.com.bd/admitcart.php
Recover User ID: https://br.teletalk.com.bd/invoice.php
Recover Password: https://br.teletalk.com.bd/pass.php

রেলওয়ের পদের বাছাই পরীক্ষার সিট প্লান এই লিংকে দেখা যাবে।

সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) সময়সূচি ও আসনবিন্যাস এই লিংকে দেখা যাবে। আসুন পরীক্ষা কেন্দ্রে ঢুকার আগে প্রবেশপত্র ডাউনলোড করি এবং কোথায় সিট করছে তা দেখে নেই বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রভিত্তিক সহকারী স্টেশন মাস্টার নিয়োগ এর আসন বিন্যাস ২০২২। 

সহকারী স্টেশন মাস্টার নিয়োগ এর আসন বিন্যাস ২০২২। 

সহকারী স্টেশন মাস্টার নিয়োগ এর আসন বিন্যাস ২০২২। 

সহকারী স্টেশন মাস্টার নিয়োগ এর আসন বিন্যাস ২০২২। 

রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষার সময়সূচী, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও নির্দেশাবলী দেওয়া হয়েছে কবে পরীক্ষা হবে প্রশ্ন পত্র কেমন হবে তার সমাধান, রেলওয়ে রেজাল্ট ২০২২ এই সব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আসুন দেখে নেই আপনি সকল প্রশ্ননের উত্তর কিভাবে পাবেন এখানে।

pdf বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষার সময়সূচী, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও নিদের্শাবলী

বাংলাদেশ রেলওয়ের শূন্য পদ পূরণের জন্য সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) সময়সূচি, আসনবিন্যাস ও নির্দেশনা প্রকাশ হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর ন্যূনতম ৩০ মিনিট আগে নির্ধারিত পরীক্ষার হলের কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করবেন। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না।

প্রার্থীদের উত্তরপত্র দেওয়া হবে। পরীক্ষার্থীরা উত্তরপত্রে নিজ নাম, পিতার নাম, নিজ জেলা, রেজিস্ট্রেশন নম্বর এবং পদের নাম কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পরিদর্শকের নির্দেশনামতে হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। না হয় আপনার উত্তর পত্র টি বাতিল বলে গণ্য হবে।

রেলওয়ের দুই পদের বাছাই পরীক্ষার প্রশ্ন ও নম্বর

পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রের চারটি সেট থাকবে যেমন: সেট-১, সেট-২, সেট-৩, সেট-৪। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, তাঁকে অনুরূপ বা একই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের সেট নম্বর প্রশ্নপত্রের সেট নম্বর এক এবং অভিন্ন হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষার্থী উত্তর দেওয়া শুরু করবেন।

পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থী নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শক উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন। পরীক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন না।

যদি তিনি উত্তরপত্রে নিবন্ধন নম্বর সঠিকভাবে না লিখেন এবং সঠিক ফর্মটি পূরণ না করেন, যদি তিনি কোনো ঝগড়া করেন বা উত্তরপত্রে তরল পদার্থ রাখেন তবে তার প্রার্থীতা বাতিল করা হবে।
এই পরীক্ষায় মোট ৭০টি প্রশ্ন থাকবে, সম্পূর্ণ স্ট্যান্ডার্ড ৭০। প্রার্থীরা প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫ মার্ক কাটা হবে। পরীক্ষার জন্য সম্পূর্ণ সময় ১ ঘন্টা ৩০ মিনিট।

প্রতিবন্ধী প্রার্থীদের যাদের একজন স্বৈরশাসকের প্রয়োজন তাদের অবশ্যই 13 জুনের মধ্যে (অফিস চলাকালীন) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (M&CP) রেল ভবন, ঢাকা-তে একটি আবেদন জমা দিতে হবে। প্রাপ্ত আবেদন বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে থেকে অডিও রাইটার দেওয়া হবে।

রেলওয়ের নিয়োগ পরীক্ষা বিজ্ঞপ্তি