প্রশ্ন ও সমাধান pdf সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ২১ অক্টোবর ২০২২ : সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড । পরীক্ষার প্রশ্ন উত্তর এখানে দেওয়া হয়েছে । সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন নিয়োগের লিখিত পরীক্ষা MCQ আজ ২১ অক্টোবর ২০২২ সকাল ১০ঃ০০ টা থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এই নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে ।লিখিত পরীক্ষার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রশ্ন করা হয় এবং সময় বরাদ্দ ছিলো ১ঃ৩০ মিনিট সারাদেশে ৬৪ টি জেলায় একযোগে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই নিয়োগ পরীক্ষায় ৬লাখ এর অধিক প্রাথী অংশ গ্রহন করেন।
সমাজ কর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান PDF
সমাজকর্মী (ইউনিয়ন) সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২২
☞পদের নামঃ সমাজকর্মী (ইউনিয়ন)
☞পদসংখ্যা বেড়ে বর্তমান পদ সংখ্যা:১২৬০ জন।
☞পরীক্ষার তারিখঃ ২১-১০-২০২২
☞পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০-১১.৩০ মিঃ
☞পরীক্ষার্থীর সংখ্যাঃ ৬,৬২,২৭০ জন
☞পরীক্ষা কেন্দ্রঃ নিজ জেলা (৬৪ জেলা)
☞ পরীক্ষাঃ MCQ (এমসিকিউ শিট সম্বলিত) মান ৭০ নম্বর
আরো পড়ুনঃ সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২২- ৩০৮ পদে চাকরি।
সমাজকর্মী (ইউনিয়ন ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে পরীক্ষা দেওয়ার পর আপনি এই সাইট প্রশ্নের সমাধান সহজেই জানতে পারবেন। পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা প্রশ্নের সঠিক সমাধান। আপনি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন কি না তা জানতে আপনাকে অবশ্যই সমাধানের সাহায্য নিতে হবে। আজ আমরা ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব।
সমাজ কর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান PDF ডাউনলোড
বাংলা অংশ সমাধানঃ
১. সন্ধি বিচ্ছেদ করুন।
ক) যথেষ্ট= যথা+ইষ্ট
খ) দিগন্ত= দিক্ + অন্ত
গ) সংযম= সম্ + যম
ঘ) পরিষ্কার= পরি+কার
ঙ) নাবিক= নৌ+ইক
২. এক কথায় প্রকাশ করুন।
ক) যা দমন করা যায় না=অদম্য
খ) যা খুব শীতল বা উষ্ণ নয়= নাতিশীতোষ্ণ
গ) যা কষ্টে লাভ করা যায়=দুর্লভ
ঘ) যে মেয়ের বিয়ে হয়নি= কুমারী
ঙ) যার কোন উপায় নেই= নিরুপায়
৩. বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন।
ক) অকূল পাথার= (ভীষণ বিপদ) -চাকরি হারিয়ে সুমন আজ অকূল পাথারে পড়েছে।
খ) কৈ মাছের প্রাণ= (যা সহজে মরে না/ দীর্ঘজীবী)- ১০ তলা ছাদ থেকে পড়েও সুমনের কিছুই হয়নি এ যেন কৈ মাছের প্রাণ।
গ) গোঁফ খেজুরে= (নিতান্ত অলস)- সুমনের মত এত গোঁফ খেজুরে লোক জীবনে দেখিনি।
ঘ) ব্যাঙের সর্দি= (অসম্ভব ঘটনা)- জেলের বাস্তু ঘুঘুকে দেখাচ্ছে জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি!
ঙ) মণিকাঞ্চন যোগ= (উপযুক্ত মিলন)- যেমন বর, তেমনি কনে, একেবারে মণিকাঞ্চন যোগ।
ইংরেজি অংশ সমাধানঃ
৪. Translate into English.
a) আমাকে সেখানে যেতেই হবে= I have to go there.
b) আকাশ মেঘাচ্ছন্ন=The sky is overcast with clouds.
c) বালিকাটি নাচতে নাচতে আসছে= The girl is coming to dance.
d) লোকটি তিন দিন যাবত জ্বরে ভুগছে=The man has been suffering from fever for three days.
e) রহিম একজন সফল কৃষক= Rahim is a successful farmer.
৫. Fill in the Blanks.
a) —-Sky is blue. উত্তরঃ The
b) I eat ——apple every day. উত্তরঃ an
c) We should abide—-the rules. উত্তরঃ be
d) He is zealous—freedom. উত্তরঃ for
e) He is weak—Mathematics. উত্তরঃ in
f) He is—one-eyed man. উত্তরঃ a
৬. Make sentences with following (with meaning)
a) Blue Blood= (Noble birth/Aristocrat family) – He comes from a blue Blood.
b) All day long= (Whole-time)- He works all day long for his livelihood.
গণিতঅংশ সমাধানঃ
৭. একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয় । কলমটির ক্রয় মূল্য কত? উত্তরঃ ১০ টাকা
৮. x+y=4 হলে x^3+y^3+12xy এর মান নির্ণয় করুন। উত্তরঃ 64
৯. এক কথার উত্তর দিন।
ক. সমকোণী ত্রিভুজের সমকোণ এর বিপরীত বাহুকে কি বলে? উত্তরঃ অতিভুজ (hypotenuse)
খ. ৩০ ডিগ্রী কোণের পূরক কোণ কত? উত্তরঃ ৬০ ডিগ্রী
গ. কোন বর্গের একবাহুকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? উত্তরঃ ৩ গুণ
ঘ. ০.৫ এর শতকরা ২০ কত? উত্তরঃ 0.1
ঙ. এক সরল কোণ এর পরিমাণ কত? উত্তরঃ ১৮০ ডিগ্রী
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
ক. ”উইজার্ড অব দি ডি্রবল”হত দিয়াগো ম্যারাডোনা কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তরঃ ২৫ নভেম্বর ২০২০
খ. বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়? উত্তরঃ ১৫ আগস্ট
গ. বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? উত্তরঃ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১ এ ভুটান ভারতের ২ ঘণ্টা আগে স্বীকৃতি দেয়)
ঘ. করোনাভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? উত্তরঃ হুবেই প্রদেশে ( চীনের হুবেই প্রদেশের উহান শহরে)
ঙ. মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? উত্তরঃ ১১ টি সেক্টরে (আর ৬৪ সাব-সেক্টরে ভাগ করা হয়)
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২
সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার তারিখ ১৩ ই অক্টোবর ২০২২ তারিখে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন) পদে জনবল নিয়োগের নিমিত্তে আজ ২১ অক্টোবর ২০২২ শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় . এই লিখিত পরীক্ষায় সুষ্ঠুভাবে গ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধান কেন্দ্র সচিবসহ তিনজনের নামে তালিকাকেন্দ্র থেকে সমাজসেবা অধিদপ্তর পাঠানোর অনুরোধ করা হয়েছিল। সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ ২১ অক্টোবর 2012 তারিখে সামনে রেখেই সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা নিচ্ছে।
সমাজসেবা অধিদপ্তরের কাজ কি ?
সমাজসেবা মন্ত্রণালয় একটি সমাজসেবা অধিদপ্তর অবহেলিত, হতদরিদ্র, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে থাকে। তারই অংশ হিসেবে সমাজকর্মী ইউনিয়ন এরপর প্রার্থীরা এসমস্ত লোকদের জন্য নিরাপত্তা বেষ্টনীর জন্য কাজ করে থাকেন।